মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে আওনা ইউনিয়ন বিএনপির তীব্র প্রতিবাদ ও নিন্দা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে আওনা ইউনিয়ন বিএনপির তীব্র প্রতিবাদ ও নিন্দা
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫



মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে আওনা ইউনিয়ন বিএনপির তীব্র প্রতিবাদ ও নিন্দা

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে স্থানীয় একটি চক্রের ‘মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ ও প্রোপাগান্ডা ছড়ানোর’ তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা করেছে আওনা ইউনিয়ন বিএনপি।

​মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আওনা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সুরুজ্জামান সুরুজ।

সভায় বক্তারা দাবি করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী জননেতা ফরিদুল কবীর তালুকদার শামীম-এর জনপ্রিয়তা বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি চক্র। তাদের একমাত্র কাজ হচ্ছে শামীম তালুকদারের বিরুদ্ধে কুৎসা রটানো।

​বক্তারা আরও বলেন, গত রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় কিছু ব্যক্তি বিক্ষোভ মিছিল, সমাবেশ ও থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। বক্তারা এটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে তারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন।

​এ সময় সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আওনা ইউনিয়ন শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান মাসুম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ শিমুল, আওনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, এবং আওনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফিরোজ আলম সোহাগ সহ আরও অনেকেই। এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৮:৫৬   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিরাজগঞ্জে ১৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ, ভোটকেন্দ্র পরিদর্শন করছে পুলিশ
জাতির ওপর থেকে এখনো কালো ছায়া যায়নি: জামায়াত আমির
ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করলো ডিএনসিসি
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ছাত্রশিবিরের : বিদায়ী সভাপতি
জনগণকে শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের
টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী, একাদশে আছেন যারা
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে : ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ