ফরিদপুরে নারীকে গণধর্ষণের পর হত্যা, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে নারীকে গণধর্ষণের পর হত্যা, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



ফরিদপুরে নারীকে গণধর্ষণের পর হত্যা, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরের সদরপুরে এক নারীকে গণধর্ষণের পর হত্যা মামলায় ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড ও দুজনকে ৫ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৪ জনকে দেড় লাখ টাকা করে অর্থদণ্ড এবং দুজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। এসময় আদালতে দণ্ডপ্রাপ্ত ৪ জন উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। পলাতক দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

মামলা সূত্রে জানা যায়, জেলার সদরপুর উপজেলার চর দড়িকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সামচু বেপারীর মেয়ে মাফুজা (২৫) তার সৎ বোনের স্বামী জাহাঙ্গীর বেপারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শারিরীক সম্পর্ক গড়ে ওঠায় মাফুজা গর্ভবতী হয়ে যায়।

বিষয়টি জানাজানি হলে জাহাঙ্গীরকে চাপ দেয় পরিবারের সদস্যরা। এক পর্যায়ে ২০১২ সালের ১ অক্টোবর বাড়িতে কেউ না থাকার সুযোগে রাতে মাফুজার ঘরে প্রবেশ করে জাহাঙ্গীর, কামরুল, আলী ও বক্কার। ঘরে ঢুকে মাফুজাকে গণধর্ষণ করে এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করে।

পরবর্তীতে মাফুজার মা জেলেখা বেগম বাদী হয়ে ৬ জনের নামে আদালতে মামলা করেন। দীর্ঘ সাক্ষী ও শুনানি শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন জানান, এ রায়ে আমরা সন্তুষ্ঠ।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৫৬   ৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফিফার সেরা একাদশে পিএসজির আধিপত্য
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মোস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলো কলকাতা
বিজয় দিবসে জাতীয় সংগীত পরিবেশনায় বিশৃঙ্খলা,প্রধান শিক্ষকের দায়িত্ব অবহেলা
বাংলাদেশ দূতাবাস, ভিয়েতনামে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপিত
বাংলাদেশ দূতাবাস, উজবেকিস্তানে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন
বীর মুক্তিযোদ্ধারাই আমাদের প্রেরণা ও পথপ্রদর্শক: ডিসি
নারায়ণগঞ্জে প্রধান সমস্যা মাদক: পুলিশ সুপার
বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ