নান্দিনা থেকে অপহৃত নারীকে জীবিত উদ্ধার করলো পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নান্দিনা থেকে অপহৃত নারীকে জীবিত উদ্ধার করলো পুলিশ
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



নান্দিনা থেকে অপহৃত নারীকে জীবিত উদ্ধার করলো পুলিশ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার নান্দিনা থেকে অপহৃত নারী মোছাঃ বন্যা খাতুন (২৬)-কে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে জামালপুর সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় সদর উপজেলার মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। সন্ধ্যা ৭টার দিকে জামালপুর সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুসন্ধানে জানা যায়, বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল দশটার দিকে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারের মানহা তালুকদার ডায়াগনস্টিক সেন্টারের কর্মী মোছাঃ বন্যা খাতুন (২৬)-কে হাসপাতাল রোড থেকে ঢাকা মেট্রো চ-১৫ ৯৭ ৭৬ নম্বরের হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতকারীরা। অপহরণের ঘটনাটির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় বিষয়টি ভাইরাল হয়ে যায়।

এই ঘটনায় নান্দিনা বড় মসজিদ রোড এলাকার মৃত ছাদ্দাম হোসেন এর ছেলে মোঃ চাঁন মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরপরই সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এর নেতৃত্বে এসআই মোঃ মুস্তাফিজুর রহমান, এএসআই মোঃ আল নোমান, পুলিশ সদস্য মোঃ কবির হোসেন, নারী কনস্টেবল ঝুমা রানী, আবুল হোসেন এবং বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যবৃন্দ যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অবশেষে, মাত্র নয় ঘণ্টার মধ্যে দক্ষ তৎপরতায় মানিকের চর মোল্লাবাড়ি এলাকা হতে বন্যাকে জীবিত উদ্ধার করা হয়। অপহৃত নারীকে দ্রুত জীবিত উদ্ধারে পুলিশ বাহিনীকে সাধুবাদ জানিয়েছেন বন্যার পরিবার ও এলাকাসীরা।

এ বিষয়ে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন, “জামালপুর জেলা পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এবং তার টিম যে দক্ষতা ও দ্রুততায় ভিকটিমকে উদ্ধার করেছেন, তা আমাদের পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জামালপুর জেলা পুলিশের এই ধারা অব্যাহত থাকবে। জেলা পুলিশ জামালপুর নিরাপদ সমাজ গঠনে জনগণের পাশে আছে সারাক্ষণ।”

বাংলাদেশ সময়: ২২:২২:৫৭   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিরাজগঞ্জে ১৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ, ভোটকেন্দ্র পরিদর্শন করছে পুলিশ
জাতির ওপর থেকে এখনো কালো ছায়া যায়নি: জামায়াত আমির
ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করলো ডিএনসিসি
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ছাত্রশিবিরের : বিদায়ী সভাপতি
জনগণকে শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের
টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী, একাদশে আছেন যারা
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে : ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ