লিথুয়ানিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল নেদারল্যান্ডস

প্রথম পাতা » খেলাধুলা » লিথুয়ানিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল নেদারল্যান্ডস
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫



লিথুয়ানিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল নেদারল্যান্ডস

লিথুয়ানিয়ার বিপক্ষে দাপুটে জয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। সোমবার (১৭ নভেম্বর) আমস্টারডামে রোনাল্ড কোমানের দল ৪-০ গোলে হারিয়েছে লিথুয়ানিয়াকে।

মাত্র এক পয়েন্ট পেলেই বিশ্বকাপ নিশ্চিত হতো ডাচদের। তবে আক্রমণাত্মক ফুটবল খেলেই তারা বড় ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচের ১৬তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস থেকে তিজানি রেইডার্স দারুণ গোল করে দলকে এগিয়ে নেন।

এরপর আরও একাধিক আক্রমণে গোলের সুযোগ তৈরি করেও প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি নেদারল্যান্ডস। বিরতির পর ঝড় তুলে মাত্র চার মিনিটে তিন গোল করে ম্যাচ পুরোপুরি নিজেদের করে নেয় তারা।

৫৮তম মিনিটে বক্সে হ্যান্ডবলের ঘটনায় পাওয়া পেনাল্টি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কডি গাকপো। দুই মিনিট পরে গাকপোর পাসেই জোরালো শটে জাভি সিমন্স করেন তৃতীয় গোল। এরপর ৬১তম মিনিটে একক নৈপুণ্যে মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সে ঢুকে চতুর্থ গোলটি করেন দোনিয়েল মালেন।

গ্রুপের আরেক ম্যাচে মাল্টাকে ৩-২ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে পোল্যান্ড। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পোল্যান্ড। বাকিদের বিদায় ফিনল্যান্ড (১০), মাল্টা (৫) ও লিথুয়ানিয়া (৩)।

ডাচদের জন্য এ জয়ে নিশ্চিত হলো টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্ব।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:৫২   ৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আরেকটি ট্রফি জিতলো পিএসজি, আড়াই বছরে এনরিকের অধীনে ১০
বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের
রাফিনিয়ার জোড়া গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা
খালেদের ঝড় থামিয়ে চট্টগ্রামের জয়
আফ্রিকা কাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
সেঞ্চুরি হাঁকানো তরুণ বেথেলের ব্যাটে মিরাকলের খোঁজে ইংল্যান্ড
গার্সিয়ার হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
শেষ মুহূর্তের রোমাঞ্চে আশা জাগিয়েও জিততে পারলো না লিভারপুল
ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইনের গোলে টেবিলের শীর্ষে চেলসি
আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ