রাফিনিয়ার জোড়া গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা

প্রথম পাতা » খেলাধুলা » রাফিনিয়ার জোড়া গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬



রাফিনিয়ার জোড়া গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। এই প্রতিপক্ষের জালে রীতিমতো গোল উৎসব করেছে কাতালানরা। সেই সঙ্গে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।

বুধবার (৭ জানুয়ারি) রাতে সৌদি আরবের জেদ্দায় বিলবাওয়ের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। জোড়া গোল করেছেন রাফিনিয়া। একবার করে জালের দেখা পেয়েছেন ফেররান তরেস, ফের্মিন লোপেস ও রুনি বার্দগি।

এদিন ২১তম মিনিটে প্রথম গোলের দেখা পায় লা লিগায় টানা ৯ ম্যাচ জয়ী বার্সেলোনা। ডান দিক দিয়ে বক্সে ঢুকে পাস দেন বার্দগি, ঠিকমতো শট নিতে পারেননি লোপেস, বল নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে জালে পাঠান তরেস।

৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে বার্সেলোনা। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পাস দেন রাফিনিয়া আর প্রথম স্পর্শে বাঁ পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন লোপেস। ৩৪তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন বার্দগি।

ফের্মিনের পাস ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শট তিনি, সিমন ঠেকিয়ে দিলেও তার হাতের নিচ দিয়ে গড়িয়ে জালে জড়ায় বল। ৩৮তম মিনিটে দুর্দান্ত গোলে স্কোরলাইন ৪-০ করেন রাফিনিয়া।

বার্দগির পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে বুলেট গতির শট নেন তিনি, কাছের পোস্ট দিয়ে জালে জড়ায় বল। প্রথম দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে প্রথমার্ধে চার গোল করার কীর্তি গড়ল বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। ৫২তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান রাফিনিয়া। বক্সের ভেতর থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন তিনি। হ্যাটট্রিকের পথে বেশিদূর অবশ্য ছুটতে পারেননি রাফিনিয়া।

৬৫তম মিনিটে তাকে তুলে মার্কাস র‍্যাশফোর্ডকে নামান কোচ। ৭২তম মিনিটে বার্দগির বদলি নামেন ইয়ামাল। বাকি সময়ে দুই দলই সুযোগ পায় কিছু, কিন্তু জালের দেখা পায়নি আর কেউ।

বাংলাদেশ সময়: ১৭:০৭:১৭   ১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের
রাফিনিয়ার জোড়া গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা
খালেদের ঝড় থামিয়ে চট্টগ্রামের জয়
আফ্রিকা কাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
সেঞ্চুরি হাঁকানো তরুণ বেথেলের ব্যাটে মিরাকলের খোঁজে ইংল্যান্ড
গার্সিয়ার হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
শেষ মুহূর্তের রোমাঞ্চে আশা জাগিয়েও জিততে পারলো না লিভারপুল
ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইনের গোলে টেবিলের শীর্ষে চেলসি
আবারও হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড
স্প্যানিওলকে ২-০ গোলে হারিয়ে লিগের শীর্ষে বার্সেলোনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ