৯২ বছরের ইতিহাসে এফএ কাপে ম্যানসিটির ১০ গোলে জয়

প্রথম পাতা » খেলাধুলা » ৯২ বছরের ইতিহাসে এফএ কাপে ম্যানসিটির ১০ গোলে জয়
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬



৯২ বছরের ইতিহাসে এফএ কাপে ম্যানসিটির ১০ গোলে জয়

পেপ গার্দিওলার ক্যাচিং ক্যারিয়ারে প্রথম আর ৯২ বছরের ইতিহাসে এএফ কাপে সর্বোচ্চ গোলে জয় ম্যানচেস্টার সিটির। ইংলিশ জায়ান্টদের তোপে একেবারে বিধ্বস্ত তৃতীয় বিভাগের দল এক্সেটার সিটি।

শনিবার (১১ জানুয়ারি) রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডে এক্সেটার সিটি ১০-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে সিটি।

এফএ কাপে নিজেদের ইতিহাসে এটি সিটির তৃতীয় সর্বোচ্চ গোলের ব্যবধানে জয়, যেখানে তারা প্রতিপক্ষকে ৯ গোলের ব্যবধানে হারাল। পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে তার দল ১০ বা তার বেশি গোল করল।

তবে আক্ষেপের বিষয়, এই ঐতিহাসিক ম্যাচে ডাগআউটে ছিলেন না গার্দিওলা নিজে। ব্রাইটনের বিপক্ষে ম্যাচে টাচলাইনে অসংযত আচরণের কারণে হলুদ কার্ড দেখেন তিনি, যা চলতি মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতায় তার তৃতীয়। ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে এক্সেটারের বিপক্ষে খেলা দেখেছেন গ্যালারি থেকে।

এই জয়ে আরও একটি বিরল কীর্তি গড়েছে সিটি। ১৯৮৬ সালের পর এই প্রথম কোনো ইংলিশ শীর্ষ লিগের দল সব প্রতিযোগিতা মিলিয়ে এক ম্যাচে ১০ বা তার বেশি গোল করল। সর্বশেষ এমনটি করেছিল লিভারপুল, ১৯৮৬ সালে ফুলহ্যামকে লিগ কাপ ম্যাচে ১০-০ গোলে হারিয়ে। আর এফএ কাপে ১৯৬০ সালের পর এই প্রথম— ওই বার ক্রুকে ১৩-২ গোলে হারিয়েছিল টটেনহ্যাম হটস্পার।

এক্সেটারের শেষ মুহূর্তের সান্ত্বনাসূচক গোলের কারণে সিটি নিজেদের এফএ কাপে সর্বোচ্চ ৯ গোলের ব্যবধানের রেকর্ড আর ভাঙতে পারেনি। তবে ৯২ বছর পর প্রথমবার তারা আবার ৯ গোলের ব্যবধানে জয়ের কাছাকাছি পৌঁছাল। সবশেষ ১৯৩২-৩৩ মৌসুমে তারা এত বড় জয় পেয়েছিল।

এফএ কাপে ম্যানচেস্টার সিটির সবচেয়ে বড় জয়
২০২৫-২৬, তৃতীয় রাউন্ড: এক্সেটার সিটি ১-১০ ম্যানচেস্টার সিটি
১৯৩২-৩৩, তৃতীয় রাউন্ড রিপ্লে: গেটসহেড ০-৯ ম্যানচেস্টার সিটি
১৯২৯-৩০, তৃতীয় রাউন্ড রিপ্লে: ম্যানচেস্টার সিটি ১০-১ সুইন্ডন টাউন

এই ম্যাচ দিয়ে টানা ১১ বার এফএ কাপের তৃতীয় রাউন্ডে তিন বা তার বেশি গোলের ব্যবধানে জয়ের রেকর্ডও ধরে রাখল সিটি। ২০১৪-১৫ মৌসুমের পর আর কোনো তৃতীয় রাউন্ড ম্যাচে তারা তিন গোলের কম ব্যবধানে জেতেনি।

ব্যক্তিগত অর্জনেও স্মরণীয় দিন ছিল সিটির কয়েকজন খেলোয়াড়ের। অভিষেক ম্যাচে এতিহাদে গোল পান অ্যান্তোইন সেমেনিও। তার ব্লক হওয়া শট থেকেই গোল করেন রদ্রি— অনিচ্ছাকৃত অ্যাসিস্ট হলেও পরিসংখ্যান বলছে, চলতি মৌসুমে তিনটি আলাদা ম্যাচে গোল ও অ্যাসিস্ট দুটোই করেছেন সেমেনিও, যা প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

সাতবারের এফএ কাপজয়ী সিটি প্রথমার্ধেই এক্সেটারের দুটি আত্মঘাতী গোলের সুবিধা পায়— মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে। এই ম্যাচে রায়ান ম্যাকঅ্যাডু ও ম্যাক্স অ্যালেইন গোল করায় চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে গোলদাতার সংখ্যা দাঁড়াল ১৮ জনে। বিশেষ করে অভিষেক ম্যাচেই গোল করে স্মরণীয় করে রাখলেন ম্যাকঅ্যাডু। তবে এত বড় জয়ের ম্যাচে গোল পাননি আর্লিং হলান্ড।

বাংলাদেশ সময়: ১০:৪৯:১৭   ১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৯২ বছরের ইতিহাসে এফএ কাপে ম্যানসিটির ১০ গোলে জয়
২০ বছর পর সেমিফাইনালে মরক্কো, দিয়াজের ৫ ম্যাচে পাঁচ গোল
আরেকটি ট্রফি জিতলো পিএসজি, আড়াই বছরে এনরিকের অধীনে ১০
বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের
রাফিনিয়ার জোড়া গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা
খালেদের ঝড় থামিয়ে চট্টগ্রামের জয়
আফ্রিকা কাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
সেঞ্চুরি হাঁকানো তরুণ বেথেলের ব্যাটে মিরাকলের খোঁজে ইংল্যান্ড
গার্সিয়ার হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
শেষ মুহূর্তের রোমাঞ্চে আশা জাগিয়েও জিততে পারলো না লিভারপুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ