দুর্যোগ ঝুঁকি হ্রাসে মোবাইল অপটিমাইজড ওয়েবসাইট উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্যোগ ঝুঁকি হ্রাসে মোবাইল অপটিমাইজড ওয়েবসাইট উদ্বোধন
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫



দুর্যোগ ঝুঁকি হ্রাসে মোবাইল অপটিমাইজড ওয়েবসাইট উদ্বোধন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) উদ্যোগে আজ বৃহস্পতিবার রাজধানীর বিজয় সরণিতে বাংলাদেশ সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে দুর্যোগ ঝুঁকি হ্রাসে ‘মোবাইল ফোন অপটিমাইজ ওয়েবসাইট’ উদ্বোধন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এবং জাইকা বাংলাদেশ-এর চিফ রিপ্রেজেন্টিভ ইচিগুচি তোমোহিদে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উইং ৩-এর উইং চীফ ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ সাইফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং এই প্রকল্পের বিভিন্ন অংশীজন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেলিভিশন, সিটি কর্পোরেশন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে আরো উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পরিকল্পনা কমিশন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধিসহ জাইকার কারিগরি বিশেষজ্ঞগণ এবং নরওয়েজিয়ান আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞগণ।

এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

‘মোবাইল ফোন অপটিমাইজড ওয়েবসাইট’ দেশের মানুষের জন্য আবহাওয়ার পূর্বাভাস, সতর্কবার্তা এবং জলবায়ুর তথ্য আরো দ্রুত, সহজ ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নয়ন করা হয়েছে। এটি জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত কারিগরি সহায়তা (টিএপিপি) প্রকল্প ‘স্ট্রেনদেনিং দ্য ক্যাপাসিটি অব ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিসেস’-এর আওতায় তৈরি।

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ একটি অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। ঘূর্ণিঝড়, বন্যা, বজ্রঝড়, তাপপ্রবাহ ও ভারী বর্ষণ নিয়মিতভাবে মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলে। এই বাস্তবতায় দ্রুত, সঠিক ও ব্যবহার বান্ধব আবহাওয়া তথ্য সরবরাহ এখন অত্যাবশ্যক।

দেশের ৯০ শতাংশের বেশি মানুষ মোবাইল ব্যবহার করে। এমন পরিবেশে ‘মোবাইল ফোন অপটিমাইজড ওয়েবসাইট’টি জনগণের কাছে আগাম সর্তকবার্তা দ্রুত পৌঁছে দেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে।

এ ওয়েবসাইটের প্রধান বৈশিষ্ট হলো— কম ব্যান্ডউইথের দ্রুত লোডিং, সব ধরনের মোবাইল স্ক্রিনে উপযোগী রেসপন্সিভ ডিজাইন, পূর্বাভাস ও সতর্কবার্তা দ্রুত পৌঁছানোর সুবিধা, রাডার, স্যাটেলাইট ও আবহাওয়া মানচিত্রের উন্নত ভিজ্যুয়ালাইজেশন এবং আগাম সতর্কতা প্রেরণ ব্যবস্থার সঙ্গে আরো কার্যকর সমন্বয়।

এটি কৃষক, জেলে, নগরবাসী, দুর্যোগ ব্যবস্থাপক, নীতিনির্ধারক এবং জরুরি সেবা প্রদানে নিয়োজিত ব্যক্তিদের জন্য দ্রুত তথ্য পাওয়ার নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি ডব্লিউএমও-এর ‘আরলি ওয়ার্নিং ফর অল’ (ইডব্লিউ৪ এএলএল) উদ্যোগের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানের বক্তারা জাইকার দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, তাদের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সক্ষমতাকে আরো শক্তিশালী করেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভবিষ্যতে পূর্বাভাসের নির্ভুলতা বৃদ্ধি, জনগণের মধ্যে সচেতনতা তৈরি এবং গণমাধ্যম ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৫৭   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মোবাইল অপটিমাইজড ওয়েবসাইট উদ্বোধন
অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে নাসিকের অভিযান
নির্বাচনসংশ্লিষ্ট সবার নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে : সারজিস
নারায়ণগঞ্জে ব্যাবসায়িক দ্বন্দ্বে যুবক হত্যা, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জ শহর এবং বন্দর একই মায়ের দুই সন্তান: মাসুদুজ্জামান
আড়াইহাজারে ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ১ লাখ
ইসলামী আইন চালু হলে সকল ধর্মের মানুষ সুখে-শান্তিতে থাকবে : মিয়া গোলাম পরওয়ার
একটি রাজনৈতিক দল ধর্মকে হাতিয়ার বানিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : গয়েশ্বর
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ