ব্যাটিং বিপর্যয়ে আইরিশদের কাছে বড় হারের লজ্জা

প্রথম পাতা » খেলাধুলা » ব্যাটিং বিপর্যয়ে আইরিশদের কাছে বড় হারের লজ্জা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫



ব্যাটিং বিপর্যয়ে আইরিশদের কাছে বড় হারের লজ্জা লিটন দাস বলতেই পারেন ‘টাফ সিচুয়েশনে’ চেয়েছিলাম। বিপর্যয় নয়। আয়ারল্যান্ডের বড় রানের লক্ষ্যে নেমে ৫ রানে ৩ আর ১৮ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। তাওহীদ হৃদয় লড়াই করলেও ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি বাংলাদেশ। সিরিজ শুরু করেছে ৩৯ রানের বড় ব্যবধানে।

বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। শিশিরের প্রভাব কাজে লাগিয়ে ব্যাটিং সহজ হবে ভেবেছিলেন তিনি। কিন্তু ফ্রেশ উইকেটের সুবিধা নিয়ে শুরু থেকে দারুণ ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে আয়ারল্যান্ড।

সফরকারী দলটি ৪.২ ওভারে ৪০ রানের ওপেনিং জুটি পায়। ওপেনার ও অধিনায়ক পল র্স্টালিং ১৮ বলে ২১ রান করেন। অন্য ওপেনার টিম টেক্টর ১৯ বলে ছয়টি চারের শটে ৩২ রানের ইনিংস খেলেন। শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে দলের পক্ষে সর্বাধিক ৬৯ রান করেনে হ্যারি টেক্টর। তিনি ৪৫ বলে পাঁচটি ছক্কা ও একটি চারের শটে হার না মানা ইনিংস খেলেন।

এছাড়া উইকেটরক্ষক ব্যাটার লরকান টাকার ১৮ রান যোগ করেন। কার্টুস ক্যাম্পার ১৭ বলে ২৪ রানের কার্যকরী ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি চার ও একটি ছক্কা আসে।

জবাব দিতে নেমে দলের টপ অর্ডার হুড়মুড় করে ধসে যায়। ওপেনার তানজিদ তামিম (২) ও পারভেজ ইমন (১) এবং তিনে ও চারে নামা লিটন দাস (১) ও সাইফ হাসান (৬) ব্যর্থ হন। পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে জাকের আলী জুটি গড়েন। তাদের ৪৮ রানের জুটি ভাঙতেই আশা শেষ হয় বাংলাদেশের। জাকের ১৬ বলে ২০ রান করেন।

এরপর হৃদয়কে রেখে একে একে সাজঘরে ফেরেন তানজিম সাকিব (৫), রিশাদ হোসেন (০) ও নাসুম আহমেদ। ৭৪ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশ ৯ উইকেটে ১৪২ রান পর্যন্ত গেছে হৃদয়ের ব্যাটে ভর করে। তিনি ৫০ বলে ক্যারিয়ার সেরা ৮০ রানের ইনিংস খেলেন। সাতটি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন।

বাংলাদেশের ইনিংস ধসিয়ে দিয়েছেন আইরিশদের বাঁ-হাতি স্পিনার ম্যাথু হামফ্রিজ। তিনি ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন। মার্ক এডায়ার ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। বেরি ম্যাককার্টি ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।

ওই তুলনায় বাংলাদেশের বোলাররা খরুচে ছিলেন। তানজিম সাকিব ২ উইকেট নিলেও ৪ ওভারে ৪১ রান দেন। পেসার শরিফুল ও লেগ স্পিনার রিশাদ ৪ ওভার করে হাত ঘুরিয়ে যথাক্রমে ৪২ ও ৩৪ রান দিয়ে ১টি করে উইকেট নেন। নাসুম আহমেদ ৪ ওভারে ৩৭ এবং মুস্তাফিজুর ২৩ রান দিয়ে উইকেট শূন্য থাকেন।

বাংলাদেশ সময়: ২২:৫৮:০৪   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ব্যাটিং বিপর্যয়ে আইরিশদের কাছে বড় হারের লজ্জা
ইউরোপের মঞ্চে আর্সেনালের দাপট, বায়ার্নকে হারিয়ে শীর্ষে
গোলের ঝড়ে মাঠ কাঁপাল পিএসজি
এমবাপ্পের চার গোলে রিয়ালের নাটকীয় জয়
আজ আয়ারল্যান্ডের ‘কঠিন পরীক্ষার’ মুখোমুখি হচ্ছেন লিটনরা
২৫ বছর পর ভারতকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা
বার্সেলোনাকে উড়িয়ে দিলো চেলসি
পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল
১০ জনের এভারটনের কাছে হারল ইউনাইটেড
এজের হ্যাটট্রিকে টটেনহ্যামকে উড়িয়ে দিল আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ