নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ ইসি খুব ভালোভাবে করেছে : অর্থ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ ইসি খুব ভালোভাবে করেছে : অর্থ উপদেষ্টা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫



নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ ইসি খুব ভালোভাবে করেছে : অর্থ উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক কাজ নির্বাচন কমিশন (ইসি) খুব ভালোভাবে করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখন বাংলাদেশের যে পরিস্থিতি এটা নির্বাচনের জন্য সুস্থ পরিবেশ কি- এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, মনে হয় প্রস্তুতিমুলক কাজ নির্বাচন কমিশন খুব ভালোভাবে করেছে।
আপনারা দেখবেন ওরা সময়মতো ভোটার লিস্টটা সংশোধন করেছে। এখন তারা শিডিউল ঘোষণা করেছে। এখন দরকার যে ইমপ্লিমেন্ট করার, যেসব জায়গায় ওরা করবে, সেখানে সিচুয়েশন বুঝে সেনসিটিভ জায়গাগুলোতে বেশি করা হবে। যেগুলো লেস সেনসিটিভ সেগুলো তো অলরেডি ওরা জানে, কোন কোন জায়গা মোর সেন্সিটিভ সেগুলো প্রিপারেশন নিচ্ছে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বলছে আমরা নির্বাচন করবো। কেউ তো বলে নাই শিডিউলের ব্যাপারে। সবাই এক বাক্যে বলেছে যে শিডিউল ঠিক আছে।

এবার নির্বাচনের সঙ্গে গণভোট হওয়ায় বরাদ্দ বাজেটে খরচ বাড়বে এবং আপনি বলেছিলেন নির্বাচন কমিশন তফসিলের পরে একটা চাহিদাপত্র দেবে, তারা সেটা দিয়েছে কি না- এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত আমার কাছে কোনো চাহিদাপত্র আসোনি।
যখন আসবে আমি বুঝতে পারব, আমরা তাড়াতাড়ি প্রসেস করব।

তিনি বলেন, এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা নির্বাচন কমিশনকে ধরে বেঁধে বলব না এত পাঠান। কারণ ওদের যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক, তারপর আছে ওদের সাপোর্টিং, অনেক লোকজন কাজ করবে নির্বাচনের দিন। এছাড়া গণভোটের দিন বহু লোক থাকবে।
তাদের জন্য খরচ ওরা দেবে। ওটার ব্যাপারে আমাদের কোনো রিজারভেশন নাই। যখন দেবে তখন আমরা যাচাই করব।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৫৬   ৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না এনসিপি
চাঁপাইনবাবগঞ্জ-৩: জামায়াত প্রার্থী বুলবুলের ১০৩ দফা ইশতেহার ঘোষণা
এমন দেশ গড়ি যেখানে সবাই আত্মমর্যাদা নিয়ে বাঁচবে : তারেক রহমান
দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে : গোলাম পরওয়ার
নির্বাচনে ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে হবে : জামায়াত আমির
আমাকে দায়িত্ব দিলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব : হাসনাত আব্দুল্লাহ
জামায়াত-শিবিরের আক্রমণের শিকার হচ্ছে বিএনপির নারী কর্মীরা : রিজভী
স্কটল্যান্ডকে উড়িয়ে টানা ছয় জয় বাংলাদেশের নারীদের
শাহ সুলতান বলখী (রহ.) এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ