ঝিনাইদহে পৃথক অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার, মাদকসহ গ্রেপ্তার ২

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে পৃথক অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার, মাদকসহ গ্রেপ্তার ২
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫



ঝিনাইদহে পৃথক অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার, মাদকসহ গ্রেপ্তার ২

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ ও যৌথবাহিনীর পৃথক অভিযানে একটি ওয়ান শুটারগান ও ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরেকটি অভিযানে ইয়াবাসহ সজিব হোসেন (২৮) ও তানভীর উদ্দিন (২১) নামে দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৭টার দিকে কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সজিব হোসেন উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং তানভীর উদ্দিন বানুড়িয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান ও দুটি ককটেল উদ্ধার করা হয়।

এ ছাড়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে অপর এক অভিযানে ২২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় তানভীর ও সজিব নামে দুজনকে আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, মাদকসহ আটক দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি। তদন্ত শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:৩৪   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে পৃথক অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার, মাদকসহ গ্রেপ্তার ২
পুলিশ ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাই : গ্রেপ্তার ৩
এবার এনসিপির খুলনা বিভাগীয় প্রধানের মাথায় গুলি
সূর্যের দেখা নেই ২ দিন, শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
সাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
‘খুলনা বিভাগে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে’
বেনাপোল সীমান্তে বিক্ষোভ: হাদীর খুনিদের ফেরত দিতে আলটিমেটাম
চুয়াডাঙ্গায়-২ আসনে বিএনপি প্রার্থী বাবুর মনোনয়নপত্র সংগ্রহ
হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক, তা উপড়ে ফেলা হবে : অ্যাটর্নি জেনারেল
জামায়াতে যোগ দেয়ায় ভারত থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন, দাবি কৃষ্ণ নন্দীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ