ইয়াসিন বুনু বীরত্বে আফকনের ফাইনালে মরক্কো

প্রথম পাতা » খেলাধুলা » ইয়াসিন বুনু বীরত্বে আফকনের ফাইনালে মরক্কো
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬



ইয়াসিন বুনু বীরত্বে আফকনের ফাইনালে মরক্কো

ইয়াসিন বুনু বীরত্ব! কথাটি আগেও শোনে থাকা অস্বাভাবিক কিছু নয়। ২০২২ বিশ্বকাপ থেকে স্পেনকে বিদায় করে দিতে মরক্কোর এই গোলরক্ষক অগ্রণী ভূমিকা রেখেছিলেন। রাউন্ড অব সিক্সটিনে স্পেনের দুটি টাইব্রেকার শট ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে পর্তুগালও বিদায় হয় তার অসাধারণ কয়েকটি সেভে। সেই ‍বুনু আজ আরও একবার জ্বলে উঠলেন।

আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) সেমিফাইনালে আজ বুনু বীরত্বে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেয়েছে মরক্কো। মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়েও দুদল গোল করতে ব্যর্থ। টাইব্রেকারে বুনু দুটি শট ঠেকিয়ে দেন। মূল ম্যাচেও একটি সেভ দেন তিনি। নাইজেরিয়ার গোলরক্ষক সে তুলনায় মূল ম্যাচে কঠিন পরীক্ষা দিয়েছেন, টাইব্রেকারে তিনি ফিরিয়েছেন এক শট।

দেশের মাটিতে মরক্কো জিতেছে ৪-২ গোলে। উভয় দলই প্রথম শটে গোল করার পর দ্বিতীয় শটে মিস করে। মরক্কোর গোলটি মিস করেন হামজা ইগামানে। মিস হওয়ার সঙ্গে সঙ্গে কলাগাছের মতো মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গোল করতে না পারার অভিব্যক্তি টাইব্রেকারের বাকি সময়টাতেও তার চোখেমুখে ভেসে ছিল। সতীর্থরা বারবার শান্ত্বনা দিচ্ছিলেন। মরক্কো জেতার পর ইগামানের অনুভূতি কী? সবচেয়ে বেশি খুশি হননি তিনি?

আফকনে প্রায় দুই দশক পর মরক্কোর এটা প্রথম ফাইনাল। ২০০৪ সালের আসরে তারা হেরেছিল তিউনিসিয়ার কাছে। প্রথম ও একমাত্র শিরোপাটি জিতে ১৯৭৬ সালে। অন্যদিকে তিনবারের শিরোপা জেতা নাইজেরিয়া টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠার সুযোগ হারালো। গত আসরে ফাইনালে উঠে তারা শিরোপা হারিয়েছিল আইভরি কোস্টের কাছে।

১৮ জানুয়ারির ফাইনালে মরক্কো সেনেগালের মুখোমুখি হবে। সেমিফাইনালের প্রথম ম্যাচে সেনেগাল মোহামেদ সালাহর মিশরকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। এই একমাত্র গোলটি করেছেন সালাহর এক সময়ের সতীর্থ সাদিও মানে। এই দুই ফুটবলার এক সময় সতীর্থ হিসেবে অ্যানফিল্ড দাপিয়ে বেড়িয়েছেন, সালাহ এখনও লিভারপুলে থাকলেও সাদিও মানে ঘর বেঁধেছেন আল নাসরে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:১৩   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নাজমুলের পদত্যাগ ছাড়া মাঠে নামবেন না ক্রিকেটাররা
ইয়াসিন বুনু বীরত্বে আফকনের ফাইনালে মরক্কো
ভারতকে হারিয়ে আসর শুরু বাংলাদেশের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম
ব্রাজিল ফ্যান জামালের চাওয়া, ডেনমার্ক জিতুক বিশ্বকাপ
বুধবার বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি
আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি : আসিফ আকবর
‘ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই’
রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা
৯২ বছরের ইতিহাসে এফএ কাপে ম্যানসিটির ১০ গোলে জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ