
জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল। ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৬টি দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আলফা-টু বনাম এমআরসি।
মাওলানা শামসুল হকের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ফাইনাল খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ বাচ্চু মিয়ার সুচারু পরিকল্পনা ও আয়োজনে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। তিনি চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন। চ্যাম্পিয়ন ট্রফি প্রদানের সময় তিনি খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যকার সুসম্পর্ক বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাসনিমুজ্জামান। তিনি রানার্স আপ দলের ট্রফি প্রদান করেন এবং মূল্যবান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জামালপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ইয়াহিয়া আল মামুন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
নক আউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় জয়ী দল আলফা-২ হাতে চ্যাম্পিয়ন কাপ এবং পরাজিত দল এনআরসি হাতে রানার্স আপ কাপ তুলে দেওয়া হয়। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ ট্রফি প্রদান করেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে পুলিশের এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রগতি ও শৃঙ্খলার ধারা অব্যাহত রাখতে খেলাধুলার আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ২২:৩০:৫৪ ৫ বার পঠিত