বাংলাদেশ প্রিন্টিং মাষ্টার এসোসিয়েশন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রথম পাতা » অর্থনীতি » বাংলাদেশ প্রিন্টিং মাষ্টার এসোসিয়েশন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২



---

বাংলাদেশ প্রিন্টিং মাষ্টার এসোসিয়েশনের ১ম বর্ষপূর্তিতে জমকালো অনুষ্ঠান আয়োজন করেছে। শুক্রবার (২ ডিসেম্বর) পঞ্চবটী এডভেঞ্চার ল্যান্ড পার্কে ওই আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শিল্প পুলিশ পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

বাংলাদেশ প্রিন্টিং মাষ্টার এসোসিয়েশনের কালার কোড বিডি লিঃ ও উপদেষ্টা পরিচালক মো. হাবিব উল্লাহ সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আর.এস নীট কম্পোজিট লি. চেয়ারম্যান মো. রাশেদ সারওয়ার, ইউরোটেক্স নীটওয়্যার লি. ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম, ইব্রাহীম নীট গার্মেন্টস (প্রা.) লি. চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, আর.এ.জে এ্যাপারেলস ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আতাউর রহমান প্রধানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ প্রিন্টিং মাষ্টার এসোসিয়েশনের সভাপতি মোঃ কবির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আরিফ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

গত এক বছর পূর্বে সকল মাষ্টারদের সম্মানের লক্ষে কর্ম পরিকল্পনা নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। ১ বছর পথ চলায় মাষ্টার ছাড়াও অনেক প্রতিষ্ঠানের মালিকদের সাথে নিয়ে কাজ করছে সংগঠনটি। সংগঠনের উদ্দেশ্য শুধু মাষ্টার নয়, মালিকদেরও স্বার্থ রক্ষায় সহযোগিতার দৃষ্টিভঙ্গি আছে সংগঠনটির। সংগঠনের কর্মকর্তারা সংবাদকর্মীদের বলেন আমাদের মূল লক্ষ বর্তমান বিশ্বের সাথে তালমিলিয়ে বাংলাদেশের প্রন্টিং সেক্টরকে আধুনিকায়ন করা, প্রতিযোগিতার বিশ্বে বাংলাদেশ যেন নিজেদের কর্মদক্ষতা দিয়ে পরিচিতি অর্জন করতে পারে।

সর্বপোরি প্রিন্টিং জগতের আধুনিকায়ের মাধ্যমে বিশ্বে মাথা উঁচু করে পরিচিতি অর্জন করাই বাংলাদেশ প্রিন্টিং মাষ্টার এসোসিয়েশন এর লক্ষ।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৩১   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


অক্টোবরের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৩৪ কোটি মার্কিন ডলার
হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান: অর্থ উপদেষ্টা
পোশাক তৈরির কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল ধ্বংস হয়েছে : বিজিএমইএ
পরবর্তী মুদ্রানীতিতে ঋণের সুদের হার একক ডিজিট নির্ধারণের আশ্বাস গভর্নরের
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ : বিশ্বব্যাংক
দেশের অর্থনীতি স্বস্তিতে আছে : অর্থ উপদেষ্টা
স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ টাকা
ব্যাংকিং খাতে দক্ষ এমডির চরম সংকট : গভর্নর
পূজায় টানা ৬ দিন বন্ধ ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ