দুই ম্যাচ পর জয়ে ফিরল পিএসজি

প্রথম পাতা » খেলাধুলা » দুই ম্যাচ পর জয়ে ফিরল পিএসজি
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩



দুই ম্যাচ পর জয়ে ফিরল পিএসজি

দুই ম্যাচ পর জয়ে ফিরল ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। মঁপিলিয়েরের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে লিগ লিডাররা। পিএসজির এ জয়ের দিনে গোল করেছেন লিওনেল মেসিও।

ম্যাচ শুরু হতে না হতেই ডি-বক্সে এমবাপ্পেকে ফাউল করে বসলো মঁপিলিয়েরের ডিফেন্ডার জুলিয়ান। তবে সেই ফাউল থেকে পেনাল্টিটা কাজে লাগাতে পারেননি ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। তার পেনাল্টি রুখে দিলে বল আবারো এমবাপ্পের পায়ে চলে যায়। তবে ফাঁকা জাল পেয়েও গোল করতে পারেননি ২৪ বছর বয়সি এ তারকা। বল পোস্টের ওপর দিয়ে চলে যায়।

এর কিছুক্ষণ পরই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। তার বদলি হিসেবে নামেন একিটিকে। প্রথম হাফে বেশকিছু সুযোগ নষ্ট করেন মেসি-সোলেররা। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় পিএসজি। ম্যাচের ৫৫তম মিনিটে একিটিকের থ্রু বল পেয়ে সহজে বল জালে জড়ান ফ্যাবিয়ান রুইজ। এরপর ম্যাচের ৭২ মিনিটে সেই রুইজের বল থেকে গোল করেন মেসি।

তবে ৮৯তম মিনিটে আলভারোর কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে স্কোরলাইন ২-১ করে ফেলেন নুরদিন। পরে যোগ করা সময়ে জায়ার-এমেরির গোলে জয় নিশ্চিত হয় পিএসজির।

এ জয়ে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মার্সেই।

বাংলাদেশ সময়: ১৩:২৪:০১   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কিমিচের একমাত্র গোলে আর্সেনালকে পরাজিত করে সেমিফাইনালে বায়ার্ন
নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল
এ্যাথলেটিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়ন্স লিগ: ১০ জনের বার্সাকে বিদায় করে সেমিফাইনালে পিএসজি, এমবাপ্পের জোড়া গোল
ভারত সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
পালমারের চার গোলে এভারটনের বিপক্ষে চেলসির বড় জয়
সিরি-এ: টেবিলের নীচু সারির দল কালিয়ারির সাথে ড্র করে পয়েন্ট হারিয়েছে ইন্টার
বায়ার্নের ১১ বছরের আধিপত্য খর্ব করে বুন্দেসলিগার শিরোপা জিতলো লেভারকুসেন
বড় জয়ে আবারও শীর্ষে ম্যান সিটি
লা-লিগা: কর্ষ্টাজিত জয় রিয়াল-বার্সেলোনার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ