ঝিকরগাছা বল্লা গ্রামে দুটি রাস্তা ও ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন নাসির উদ্দিন

প্রথম পাতা » খুলনা » ঝিকরগাছা বল্লা গ্রামে দুটি রাস্তা ও ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন নাসির উদ্দিন
রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩



---

সুজন প্রতিনিধি যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডবাসীর আয়োজনে শনিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২টার সময় ২০২২-২৩ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংষ্কার (কাবিটা) বিশেষ প্রকল্পের আওতায় বল্লা হিন্দুপাড়া থেকে পাকা রাস্তা পর্যন্ত ও বল্লা মজিদের বাড়ি হতে মশিরনের বাড়ি ভায়া নজরুলের বাড়ি পর্যন্ত বিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন বর্তমান এমপি সাহেব এর বল্লায় উন্নয়নমুলক কাজসমুহ বল্লা জামে মসজিদের থাই গ্লাস, বল্লা জামে মসজিদের সামনের রাস্তা, মাদ্রাসার জন্য ৪০হাজার টাকা. মাদ্রাসার জন্য ১২টি চেয়ার. হাইস্কুলের জন্য ১রুমের ২তলা বিল্ডিং. মশিরনের বাড়ির সামনে সোলিং. ৪টি স্ট্রিট লাইট . হিন্দুপাড়ার সোলিং. নজুর মোড় থেকে মালেক মেম্বার এর বাড়ি পর্যন্ত সোলিং. ১০টির ও বেশি আর্সেনিকমুক্ত কল. মজিদের বাড়ি থেকে মসিরনের বাড়ি পিচের রাস্তা. বল্লা স্কুল খেলার মাঠে ৫০হাজার টাকা৷ এম পি নাসির উদ্দীন বলেনআরো দুটি রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, আমানের বাড়ি হতে বাওড়ের ভিতর দিয়ে কানাইয়ালি ও নজরুলের মোড় হতে নদীর ধার দিয়ে সাদিপুর। এছাড়া আজ বল্লা যুব ফাউন্ডেশন উদ্যোগের বল্লা স্কুল মাঠে বেলা ৩টার সময় বল্লা যুবসমাজ ও গ্রামবাসীর আয়োজনে বল্লা ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন। এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা আওয়ামীলীগের সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিপার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, নির্বাসখোলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব খাইরুজ্জামান, শিহরদা ফাঁড়ির আইসি সাইফুল ইসলাম, বল্লা দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম (অবঃ নৌঃ), বল্লা (বিএনকে) মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, বিশিষ্ট কবি ও কথা সাহিত্যক রেজা নুর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কনসালটেন্ট ডাঃ নাহিদুজ্জামান সাজ্জাদ, বেজিয়াতলা আলিম মাদ্রাসার সভাপতি আজাহারুল ইসলাম মিথুন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মাহাবুর হাসান বরি সহ আরো অনেকে।
উল্লেখ্য, বল্লা ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ৩-০ গোলে মাটিকোমরা একাদশ চাম্পিয়ান হয়ে ২৫হাজার টাকা এবং উলাশী একাদশ রানার্স আপ হয়ে ১৫ হাজার টাকার চেক প্রদান করেছেন আমেরিকা প্রবাসি বিশিষ্ট কবি ও কথা সাহিত্যক রেজা নুর,

বাংলাদেশ সময়: ০:০০:৩১   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার
ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
হিন্দুদের ভয় দেখিয়ে লাভ নেই, তারাও দাঁড়িপাল্লার পক্ষে এক হয়েছে: গোলাম পরওয়ার
হাসিনা পালালেও তাদের নেতাকর্মীদের প্রশাসন পাহারা দিচ্ছে: অ্যাটর্নি জেনারেল
কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না: নেতাকর্মীদেরকে দুদু
নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় এক আসামি গ্রেফতার
খুলনায় দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে সচেতনতামূলক র‌্যালি
ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ ধরা
যশোরে পৌনে দুই কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১
মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে প্রেস সচিব শফিকুল আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ