ক্যাম্প থেকে পালানোর সময় ২০ রোহিঙ্গা আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » ক্যাম্প থেকে পালানোর সময় ২০ রোহিঙ্গা আটক
সোমবার, ৬ মার্চ ২০২৩



ক্যাম্প থেকে পালানোর সময় ২০ রোহিঙ্গা আটক

বাংলাদেশের বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবাস ও অপরাধ সংগঠনের জন্য কৌশলে ক্যাম্প ছেড়ে পালানোর সময় ২০ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৫ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে এদের আটক করা হয়।
এরা হলেন: বশির আহম্মদ (৬০), সাব্বির হোসেন (৪৪), আবুল মনসুর (৩৮), নজু মিয়া (৭০), মো. আয়াছ (৩৪), নূর মোহাম্মদ (৬২), সলিম উল্লাহ (৪৫), আবু তাহের (৫০), সোনা আলী (৬৫), মো. সায়দ (৫৯), আলী হোসেন (৬০), রশিদ আহম্মদ (৬৪), সাইদুর রহমান (৪০), সৈয়দ হোসেন (৫০), আমীর হোসেন (৬০), রশিদ উল্লাহ (৩৫), আমান উল্লাহ (৩৫), আব্দুর রহমান (৬০), আব্দুল হামিদ (৬৩) ও মোঃ সেলিম (৪২)। সবাই কুতুপালং ও থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিলেন।

র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, ক্যাম্প থেকে কৌশলে অবৈধভাবে বের হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পালানোর লক্ষ্যে একদল রোহিঙ্গা উখিয়ার মরিচ্যা বাজার গরুর হাটে গাড়িতে উঠার জন্য অপেক্ষা করছিলেন। খবর পেয়ে রোববার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা গরু বাজার এলাকায় অভিযান চালানো হয়। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২০ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা রোহিঙ্গা বলে স্বীকার করেন। তারা জানান, পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে কোনো পাসপোর্ট, বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশ করে কক্সবাজার কুতুপালং ও থ্যাইংখালীসহ বিভিন্ন ক্যাম্পে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছিলেন। বাংলাদেশের বিভিন্ন জেলায় স্থায়ীভাবে বসবাস ও অপরাধ সংগঠনের উদ্দেশ্যে উখিয়ার মরিচ্যা বাজার গরুর হাটে তারা জড়ো হয়েছিলেন।

আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহারসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১:৪৮:৪২   ২০৩ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ংকর অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম
সাগরপথে মিয়ানমারে সার পাচারকালে কোস্টগার্ডের হাতে আটক ১০
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভারত-চীনের অর্থনীতির বাতাসে আমাদের এগিয়ে যেতে হবে: পার্বত্য উপদেষ্টা
রাবিপ্রবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার : পরিবেশ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ