শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর তিনটি বই পড়তে বললেন শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর তিনটি বই পড়তে বললেন শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর তিনটি বই পড়তে বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন থেকে আমাদের এবং শিক্ষার্থীদের অনেক কিছু শিখতে হবে। তার ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগরের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’- এ বইগুলো পড়লে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং বাংলাদেশ গড়ার জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তা জানা যাবে। তাই নতুন প্রজন্মকে এ সম্পর্কে আমাদেরধারণা দিতে হবে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে চাঁদপুরে এক আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একজন মানুষ তার দেশ এবং দেশের মানুষকে কত গভীরভাবে ভালোবাসতে পারেন, তা বঙ্গবন্ধুর কাছ থেকেই আমরা শিখবো। আর এ থেকে যদি আমরা এবং শিক্ষার্থীরা শিখতে পারি, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ সোনার বাংলা হয়ে উঠবে। শুধু তাই নয়, এতে শিক্ষার্থীরা দক্ষ হবে, যোগ্য হবে এবং নিজেদের মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।

পরে শিশু-কিশোরদের নিয়ে চাঁদপুর সরকারি কলেজ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সঙ্গে থেকে আলাদাভাবে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন আহম্মদ, সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, নৌপুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, সিভিল সার্জন সাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:৪৭:৪৯   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রাথমিকে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে, বৃত্তিও চালু হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
চট্টগ্রামে সোয়া ৪ কোটি টাকার মদ ও বিয়ার উদ্ধার
খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার : আমীর খসরু
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব
ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ংকর অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম
সাগরপথে মিয়ানমারে সার পাচারকালে কোস্টগার্ডের হাতে আটক ১০
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ