শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর তিনটি বই পড়তে বললেন শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর তিনটি বই পড়তে বললেন শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর তিনটি বই পড়তে বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন থেকে আমাদের এবং শিক্ষার্থীদের অনেক কিছু শিখতে হবে। তার ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগরের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’- এ বইগুলো পড়লে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন এবং বাংলাদেশ গড়ার জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তা জানা যাবে। তাই নতুন প্রজন্মকে এ সম্পর্কে আমাদেরধারণা দিতে হবে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে চাঁদপুরে এক আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একজন মানুষ তার দেশ এবং দেশের মানুষকে কত গভীরভাবে ভালোবাসতে পারেন, তা বঙ্গবন্ধুর কাছ থেকেই আমরা শিখবো। আর এ থেকে যদি আমরা এবং শিক্ষার্থীরা শিখতে পারি, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ সোনার বাংলা হয়ে উঠবে। শুধু তাই নয়, এতে শিক্ষার্থীরা দক্ষ হবে, যোগ্য হবে এবং নিজেদের মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।

পরে শিশু-কিশোরদের নিয়ে চাঁদপুর সরকারি কলেজ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সঙ্গে থেকে আলাদাভাবে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন আহম্মদ, সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, নৌপুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, সিভিল সার্জন সাহাদাৎ হোসেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:৪৭:৪৯   ২৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


শেখ হাসিনার বিরুদ্ধে রায় আগামী সপ্তাহে : মাহফুজ আলম
জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বৃহত্তর সুন্নি জোট
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
তরুণ ও নারীদেরকে অধিকমাত্রায় সমবায়ে সম্পৃক্ত করতে হবে : দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা
খাগড়াছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে : এ্যানি
গুইমারায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য আটক
নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই হবে: প্রেস সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ