বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর

প্রথম পাতা » অর্থনীতি » বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর
রবিবার, ৯ এপ্রিল ২০২৩



বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি যাতে আরও ভালো হয়- সেজন্য সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা ও একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় জেলা প্রশাসন কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত স্থানীয় ২৯ জন সাংবাদিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
টিপু মুনশি রংপুরের ২৯ জন সাংবাদিকের প্রত্যেককে কোভিড-১৯ মহামারী চলাকালীন তাদের অসুবিধা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন।
টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশে মূল্যস্ফীতি ৯ শতাংশ যেখানে পাকিস্তানে ৩৫ শতাংশ। জনগণের দুর্ভোগ সত্ত্বেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের মানুষ ভালোই আছে।’
তাই, বিএনপির উচিত বৈশ্বিক পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে বাংলাদেশের সমালোচনা করা।
সরকার প্রতি মাসে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে দরিদ্রদের কাছে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি করছে। এখন পবিত্র রমজান মাসে মানুষের মধ্যে আর হাহাকার নেই।
মন্ত্রী আরো বলেন, ‘বিশ্বব্যাপী পরিস্থিতির উন্নতি হলে দেশের মানুষ আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই আমাদের ধৈর্য ধরতে হবে।’
রংপুরের জেলা প্রশাসক ডা. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মো. আবু জাফর, জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, প্রেসক্লাব রংপুরের সভাপতি মাহাবুব রহমান হাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৫:৩৩   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব বাজেটের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
কাঙ্ক্ষিত বাণিজ্য লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে : বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের দাম বাড়ানোর কারণ জানালেন বাণিজ্য উপদেষ্টা
ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন
চুরির আগেই ঠেকানোর ব্যবস্থা করতে হবে, পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নেই : গভর্নর
চলতি অর্থবছরে ৩.৯ শতাংশ হবে প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি : এডিবি
নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ
স্টার্টআপদের জন্য ১০ লাখ ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে ইনসেপ্টা
কোনো সরকার যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ব্যবস্থা করা হচ্ছে
নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ