এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না মার্টিনেজের

প্রথম পাতা » খেলাধুলা » এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না মার্টিনেজের
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না মার্টিনেজের

সেভিয়ার বিপক্ষে ম্যাচটা একরকম দুঃস্বপ্নের মতোই কেটেছে ইউনাইটেডের। একে তো দুই গোলের লিড নিয়েও শেষমেশ জয় আদায় করতে পারেনি এরিক টেন হাগের দল। তার ওপর থাকছে দুই ইনজুরির আঘাত।

সেভিয়ার বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। ইনজুরির মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন তারকাকে। অনেকেই তখন ধারণা করে নিয়েছিলেন, এই মৌসুমে আর চোট সারবে না। পরীক্ষা শেষে একদিন পর সেই শঙ্কাই সত্যি প্রমাণিত হলো। পায়ের মেটাটারসাল হাড় ভেঙে নেওয়ায় মৌসুমের বাকি সময়ে আর মাঠে নামা হবে না আর্জেন্টাইন তারকার।

আক্ষেপে পোড়ার ম্যাচে চোট পেয়েছেন ইউনাইটের আরেক খেলোয়াড় রাফায়েল ভারানও। ফ্রেঞ্চ এই ডিফেন্ডারকেও কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার এক বিবৃতি দিয়ে এসব তথ্য জানিয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ।

ইউনাইটেডের বিবৃতিতে বলা হয়, ‘পায়ের মেটাটারসাল হাড় ভেঙে নেওয়ায় মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে গেছেন লিসান্দ্রো মার্টিনেজ। তবে আগামী মৌসুমের প্রস্তুতিতে আর্জেন্টাইন ডিফেন্ডার নির্দিষ্ট সময়ের মধ্যেই সেরে উঠবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। একই ম্যাচে চোটের কারণে বদলি হিসেবে উঠে যাওয়া রাফায়েল ভারানকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেডে সবাই লিসান্দ্রো ও ভারানের প্রতি শুভেচ্ছা এবং দ্রুত সুস্থতা কামনা করছে।’

দুই তারকা ফুটবলারের ইনজুরি এখন বেশ বিপদের মুখেই রাখছে ইউনাইটেডকে। কারণ নটিংহাম ফরেস্টের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগেই স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের আরও চার ফুটবলার। এবার মার্টিনেজ এবং ভারানও যোগ দিলেন সে তালিকায়।

লিগে এখনকার সময়টা ইউনাইটেডের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে টেন হাগের দল। পাঁচে থাকা টটেনহামের চেয়ে ৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে তারা। তবে এই ৯ ম্যাচে সেই ব্যবধানটা ধরে রাখতে না পারলে এবারের আসরের মতো পরেরবারও চ্যাম্পিয়ন্স লিগ খেলা হবে না তাদের।

ইউরোপা লিগ এবং এফএ কাপের লড়াইয়েও ভালো সম্ভাবনা আছে রেড ডেভিলদের। তাই গুরুত্বপূর্ণ সময়ে সেরা খেলোয়াড়দের হারানটা শেষমেশ চাপে ফেলতে পারে দলটিকে।

বাংলাদেশ সময়: ১২:১০:১১   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে বাংলাদেশ: জাকের
ইউনাইটেডকে হারিয়ে নতুন মৌসুম শুরু করল আর্সেনাল
জয় দিয়ে মৌসুম শুরু চ্যাম্পিয়ন পিএসজির
কিউবার পর জাতীয় দলেও খেলোয়াড় ছাড়ছে না কিংস
উইজডেনের ২১ শতকের সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় দুটি বাংলাদেশের
ক্লাব বিশ্বকাপ জয়ের বোনাস জোতার পরিবারকে দিল চেলসি
রিজানের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন বাংলাদেশ
নবাগতদের জ্বলে ওঠার দিনে ম্যানসিটি-আর্সেনালের জয়
এবার শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করতে যাচ্ছে ভারত
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ