এএফসিতে ভালো করতে প্রস্তুত বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » এএফসিতে ভালো করতে প্রস্তুত বাংলাদেশ
সোমবার, ১৭ এপ্রিল ২০২৩



এএফসিতে ভালো করতে প্রস্তুত বাংলাদেশ

সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ভালো করতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ সিঙ্গাপুর এবং তুর্কমেনিস্তান শক্তিশালী হলেও নিজেদের প্রস্তুতি আর সামর্থ্যের ওপর আস্থা রাখছেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। যেখানে দ্বিতীয় পর্বে যেতে গ্রুপ চ্যাম্পিয়ন হতেই হবে লাল সবুজদের।

ঈদের ছুটি রয়েছে বাফুফের ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের। কিন্তু ফুসরত নেই অনূর্ধ্ব-১৭ দলের। দরজায় কড়া নাড়ছে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই। সে জন্য বৈশাখের তপ্ত রোদেও কঠোর অনুশীলনে ব্যস্ত রয়েছেন জয়নব বিবিরা।

সাফ শিরোপা যেন ডাল-ভাত হয়ে গেছে বাংলার নারীদের কাছে। তবে সদ্য সমাপ্ত সাফে ভালো করতে পারেননি ইয়াং টাইগ্রেসরা। রাশিয়া ছিনিয়ে নিয়ে গেছে চ্যাম্পিয়নশিপ। অবশ্য সেই ব্যর্থতার মাঝেও আছে ভালো কিছু। কঠিন প্রতিপক্ষের সঙ্গে কীভাবে লড়তে হয়, সেটি শেখা হয়ে গেছে ছোটন শিষ্যদের।

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম পর্বে ‘ডি’ গ্রুপে লড়ছে বাংলাদেশ। লাল-সবুজদের দুই প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর ও তুর্কমেনিস্তান। এই দল দুটির বিপক্ষেও বিভিন্ন পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে নারী ফুটবলারদের। তাই ভালো করার আশা ছাড়ছে না ম্যানেজমেন্ট।

এই বাছাই থেকে বাংলাদেশকে দ্বিতীয় পর্বে যেতে হলে হতে হবে চ্যাম্পিয়ন। গ্রুপের অপর প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নাম প্রত্যাহার করায় কিছুটা সুবিধাই পাবে লাল-সবুজের দল।

এএফসি অনূর্ধ্ব-১৭ নিয়ে বাংলাদেশের অধিনায়ক জয়নব বিবি বলেন, ‘আমরা বাছাই পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করি, আমাদের কঠোর পরিশ্রম এবং অতীত অভিজ্ঞতা কাজে লাগবে। লক্ষ্য থাকবে দুটি ম্যাচেই জয় অর্জন করা।’

দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘মেয়েরা রাশিয়ার বিপক্ষে খেলেছে। এ ছাড়া ভারত, নেপালের মতো দলের বিপক্ষে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছে। সেখান থেকে দারুণ অভিজ্ঞতা হয়েছে। ফলে আমি মনে করি, এএফসিতে সেই প্রতিফলন দেখা যাবে।

নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘তুর্কমেনিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-২০ খেলার অভিজ্ঞতা রয়েছে। অনূর্ধ্ব-১৭ তে নেই। কিন্তু আমরা আমাদের দলকে যেভাবে প্রস্তুত করেছি, তাতে আশা করছি প্রতিযোগিতামূলক ম্যাচ হবে।’

বাংলাদেশ সময়: ১১:১৭:৩০   ২০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার
মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা
জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী তানজিম সাকিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ