১৩ বছর পর সেমিফাইনালে ইন্টার মিলান

প্রথম পাতা » খেলাধুলা » ১৩ বছর পর সেমিফাইনালে ইন্টার মিলান
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩



১৩ বছর পর সেমিফাইনালে ইন্টার মিলান

শেষ বার ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলেছিল ইন্টার মিলান। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল তারা। তবে এবার চ্যাম্পিয়ন হবে কিনা সেটা পরে জানা যাবে, তার আগে ইতালির ক্লাবটির জন্য স্বস্তির খবর হচ্ছে এবার তারা সেমিফাইনাল খেলছে।

বুধবার (১৯ এপ্রিল) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বেনফিকার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে ইনজাঘির দল। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে জিতে সেমিফাইনালে পা দিয়েছে তারা।

দারুণ এক ম্যাচ উপভোগ করল ফুটবলপ্রেমীরা। ঘরের মাঠ সান সিরোতে বেনফিকার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে মাঠ ছাড়ে ইন্টার মিলান। তাতে চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল নিশ্চিত হয় ইনজাঘির দলের। প্রথম লেগে বেনফিকার মাঠে ২-০ গোলে জয় পেয়েছিল ইন্টার।

ঘরের মাঠে চিন্তামুক্ত হয়েই নেমেছিল ইন্টার। তার উপর ম্যাচের ১৪ মিনিটে গোল করে দলকে আরও এগিয়ে দেন নিকোলো বারেল্লা। তিন গোলে এগিয়ে গিয়ে স্বস্তি বোধ করেন ইন্টার কোচ।

তবে প্রথম হাফের আগেই বেনফিকাকে সমতায় ফেরান ফ্রেডরিক অরনেস। এই ১-১ গোলে ড্র নিয়েই প্রথম হাফ শেষ করে দুই দল। দ্বিতীয় হাফের ২০ মিনিটে আবারও গোল করে ইন্টার। এবার গোলস্কোরার আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। ৭৮ মিনিটে ইন্টারকে ম্যাচে আরও একবার লিড এনে দেন কোরেয়া।

তবে এরপর আরও দুই গোল দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল বেনফিকা। ম্যাচের ৮৬ মিনিটে আন্তোনিও সিলভা এবং যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মুসার গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বেনফিকা।

গোল দুইটা আগে করতে পারলে হয়তো ম্যাচটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। পুরো ম্যাচে আক্রমণে ও বল দখলে ইন্টার থেকে অনেক এগিয়ে ছিল বেনফিকা। তবে তাদের আক্রমণে ধার তেমন ছিল না।

বাংলাদেশ সময়: ৪:০৩:৪৩   ২২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফিফা থেকে শান্তিতে পুরস্কার পাচ্ছেন ট্রাম্প!
মায়ামি শহরের চাবি পেলেন মেসি
হন্ডুরাসের জালে ব্রাজিলের ৭ গোল
বেলজিয়ামকে হারিয়ে শুভসূচনা আর্জেন্টিনার
ইতিহাস গড়লেন, বিশ্বসেরা একাদশে ইয়ামাল
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর লেভেলের
ভিনিসিউসের পেনাল্টি মিস, তবুও সহজ জয় রিয়ালের
লেভারকুসেনকে উড়িয়ে দিল বায়ার্ন
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ