ড্রাইভিং পেশার আড়ালে মাদক কারবার, আটক ১

প্রথম পাতা » চট্টগ্রাম » ড্রাইভিং পেশার আড়ালে মাদক কারবার, আটক ১
মঙ্গলবার, ২ মে ২০২৩



ড্রাইভিং পেশার আড়ালে মাদক কারবার, আটক ১

ফেনীতে ৬০ কেজি গাঁজাসহ মো. জাহিদ ওরফে হাসান নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ জানায়, ড্রাইভিং পেশার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার করছেন।

মঙ্গলবার (০২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর ফেনী কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।

আটক মো. জাহিদ (২১) ওরফে হাসান জেলার ছাগলনাইয়া থানার উত্তর আধারমানিক গ্রামের বাহার মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন মাদক কারবারি একটি পিকআপযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রির জন্য ফেনী থেকে ঢাকার দিকে যাচ্ছে। সে তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (০১ মে) গভীর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর ভোজনবাড়ি রেস্তোরাঁর সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। সেখানে একটি সন্দেহজনক পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে সেই পিকআপটি না থামিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা পিকআপটি আটক করেন। পিকআপে থাকা মো. জাহিদ ওরফে হাসানকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার হেফাজতে থাকা পিকআপের পেছনে মালামাল বহন করার জায়গায় ৩টি প্লাস্টিকের বস্তা থেকে ৬০ কেজি গাঁজা জব্দ করে। একই সময় হাসানকে আটক ও পিকআপটি জব্দ করা হয়।

আটক হাসানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য (গাঁজা) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এনে পরবর্তীতে ফেনী, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।

র‌্যাব-৭ এর ফেনী কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘আটক ও জব্দ মাদকদ্রব্য সংক্রান্ত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৪:২৮:৪৪   ১৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ভারত-চীনের অর্থনীতির বাতাসে আমাদের এগিয়ে যেতে হবে: পার্বত্য উপদেষ্টা
রাবিপ্রবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার : পরিবেশ উপদেষ্টা
শিগগিরই সকল সরকারি ভূমি অবৈধ দখলমুক্ত করা হবে: পরিবেশ উপদেষ্টা
‘সীমান্তের সব ভিডিও সত্য নয়, আবার সবটা যে মিথ্যা তাও নয়’
চট্টগ্রামে শারমিন হত্যা মামলার প্রধান আসামি মঈন গ্রেফতার
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ