সোসিয়াদাদের কাছে হেরে গেল ১০ জনের রিয়াল মাদ্রিদ

প্রথম পাতা » খেলাধুলা » সোসিয়াদাদের কাছে হেরে গেল ১০ জনের রিয়াল মাদ্রিদ
বুধবার, ৩ মে ২০২৩



সোসিয়াদাদের কাছে হেরে গেল ১০ জনের রিয়াল মাদ্রিদ

রিয়াল সোসিয়াদাদের কাছে গতকাল ২-০ গোলে হেরে গেছে ১০ জনের রিয়াল মাদ্রিদ। এই পরাজয়ে লা লিগার টেবিল টপার বার্সেলোনার চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে পড়েছে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ক্লাবটি। হাতে আছে আর মাত্র ৫টি ম্যাচ।
গতকাল সোসিয়েদাদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দলের হয়ে গোল দুটি করেছেন সাবেক রিয়াল উইঙ্গার তাকেফুসা কুবো ও এন্ডার বেরেনেটক্সিয়া। এই জয়ে শীর্ষ চারে স্থান নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাকে আরো জোড়ালো করল সোসিয়েদাদ। ম্যাচের বয়স ঘন্টা পেরুতেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার দানি কারভাজাল। ফলে ১০ জন নিয়ে দীর্ঘ সময় লড়াই করতে হয় লস ব্লাঙ্কোসদের।
এর আগে আরেক ম্যাচে ওসাসুনাকে ১-০ গোলে পরাজিত করেছে টেবিল টপার বার্সেলোনা। কিন্তু কার্লো আনচেলোত্তির শিষ্যরা নিজেদের ম্যাচে যথাযথ জবাব দিতে না পারায় তাদের সঙ্গে ব্যবধান বাড়াতে সক্ষম হয় কাতালান জায়ান্টরা।
ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে অবশ্য শক্তিশালী একাদশ নামাতে ব্যর্থ হয়েছিলেন ইতালীয় কোচ আনচেলোত্তি। এছাড়া শনিবারের কোপা ডেল রে’র ফাইনাল ম্যাচকে সামনে রেখে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাকেও ওসাসুনা সফরে আনেননি তিনি। এর খেসারত হিসেবে পরাজয়কে সঙ্গী করেই ফিরতে হলো রিয়াল মাদ্রিদকে।
ম্যাচের ৪৭ মিনিটে প্রথম গোল হজম করে রিয়াল মাদ্রিদ। মুলত রক্ষনের ভুলেই গোলটি হজম করতে হয়েছে দলটিকে। ডিফেন্ডার এডার মিলিতাও সতীর্থ গোল রক্ষক থিবো কোর্তোয়ার কাছে বল ব্যাকপাস করলেও সময়মত বলের কাছে পৌঁছাতে পারেননি রিয়াল গোল রক্ষক। তিনি বলের কাছে পৌঁছানোর আগেই সেটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন কুবো। সেখান থেকে সহজ শটে বল রিয়ালের জালে জড়িয়ে দেন এই উইঙ্গার।
৬১ মিনিটে দানি কারভাজাল(দুই হলুদ কার্ড) লাল দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। সুযোগটি ভালোভাবেই কাজে লাগায় সোসিয়েদাদ। ম্যাচের ৮৫ মিনিটে দুর্দান্ত শটে স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোল করেন এন্ডার। বলটি প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়লেও নাগাল পাননি কোর্তোয়া। এ পরাজয়ে ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সোসিয়েদাদ।
লস ব্লাঙ্কোসদের এই হারে ২০১৯ সালের পর প্রথম শিরোপা নিশ্চিতের জন্য বাকী ম্যাচগুলো থেকে আর মাত্র দুই পয়েন্টের প্রয়োজন বার্সেলোনার। বার্সা ওই দুই পয়েন্ট পেলে আসরের বাকী সবগুলো ম্যাচে জয় পেলেও শিরোপার নাগাল পাবে না রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৭:৫০:২৫   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ম্যানইউকে হারিয়ে ভিলার টানা সাত জয়, ইতিহাসের ছোঁয়া
‘জার্মান ফুটবলিং পার্সোনালিটি অব দ্য ইয়ার’ হলেন হ্যারি কেন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড করে সিরিজ জয় নিউজিল্যান্ডের
ভিয়ারিয়ালকে হারিয়ে বছর শেষ করল বার্সেলোনা
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি : আমিনুল হক
বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, খেলার সূচি প্রকাশ
প্রথমবার মেসি বনাম ইয়ামাল
পাঁচ গোলের থ্রিলারে ফিফা ট্রফি জিতল মরক্কো
আরও এক মৌসুম ইন্টার মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ
তৃতীয় স্তরের দলের বিপক্ষে বার্সেলোনার ঘাম ঝরানো জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ