টানা ছয় ম্যাচ হেরে অবশেষে চেলসির জয় দেখলেন ল্যাম্পার্ড

প্রথম পাতা » খেলাধুলা » টানা ছয় ম্যাচ হেরে অবশেষে চেলসির জয় দেখলেন ল্যাম্পার্ড
রবিবার, ৭ মে ২০২৩



টানা ছয় ম্যাচ হেরে অবশেষে চেলসির জয় দেখলেন ল্যাম্পার্ড

ব্যর্থতার বৃত্তবন্দী চেলসির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়ার পর দলটিকে কক্ষপথে ফেরানো তো দূরের কথা, একের পর এক ম্যাচ হেরেছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। দ্বিতীয় দফা দলটির দায়িত্বনেওয়ার পর সব প্রতিযোগিতা মিলে টানা ৬ ম্যাচ হারার পর প্রথম জয়ের দেখা পেলেন তিনি। তাতে স্বস্তির বাতাস বইছে স্টামফোর্ড ব্রিজের দলটিতে।

শনিবার (৬ মে) প্রিমিয়ার লিগের খেলায় বোর্নমাউথের মাঠে ৩-১ গোলে জয় পেয়েছে চেলসি। চেলসির পক্ষে গোল করেন কনর গ্যালাঘার, বেনোয়া বাদিয়াশিলা ও জোয়াও ফেলিক্স। বোর্নমাউথের হয়ে ব্যবধান কমান ম্যাথিয়াস ভিনা।

টানা ব্যর্থতার প্রেক্ষিতে গত মাসের শুরুতে গ্রাহাম পটারকে বরখাস্ত করে মৌসুমের তৃতীয় কোচ হিসেবে ল্যাম্পার্ডকে কোচের দায়িত্ব দেয় চেলসি। প্রায় দুই বছর পর ক্লাবটিতে দ্বিতীয় দফায় কোচ হিসেবে ফিরেন ক্লাবের এই কিংবদন্তি।

দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর ল্যাম্পার্ডের অধীনে লিগে টানা চার ম্যাচে হারের মুখ দেখে চেলসি। মাঝে চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগেই রিয়াল মাদ্রিদের কাছেও হেরে যায় মাত্র এক মৌসুম আগেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা দলটি।

অবশেষে বোর্নমাউথের বিপক্ষে জয়ের মুখ দেখল চেলসি। এদিন ম্যাচের নবম মিনিটেই গ্যালাঘার গোল করে এগিয়ে দেন চেলসিকে। তবে ২১ মিনিটে লেফটব্যাক ম্যাথিয়াস ভিনার গোলে সমতায় ফেরে বোর্নমাউথ।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দীর্ঘক্ষণ সমতা ছিল খেলায়। আরও এক ম্যাচে জয়হীন থাকার শঙ্কা যখন বাড়ছিল স্টামফোর্ড ব্রিজের দলটির। কিন্তু ৮২ মিনিটে বাদিয়াশিলা ব্লুদের আনন্দের উপলক্ষ এনে দেন। আর এর চার মিনিট পর জোয়াও ফেলিক্স গোল করলে জয়ের ব্যাপারে অনকটাই নিশ্চিত হয়ে যায় চেলসি।

এই জয়ে ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১১ নম্বরে উঠে এসেছে চেলসি। অন্যদিকে ৩৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে বোর্নমাউথ।

বাংলাদেশ সময়: ১০:০৬:৫৬   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভারত-পাকিস্তান সংঘাত: পরিবর্তন হচ্ছে পাঞ্জাব-মুম্বাই ম্যাচের ভেন্যু
রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে
২০ বছর পর লিভারপুল ছাড়ছেন অ্যালেক্সান্ডার–আর্নল্ড, গন্তব্য রিয়াল
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি
উড়ছেন রাফিনিয়া, শিরোপার পথে আরও একধাপ এগিয়ে বার্সা
আবরারের সেঞ্চুরিতে বড় জয় বাংলাদেশি যুবাদের
ফাহিমের জোড়া গোলে আবারও আবাহনীকে হারাল বসুন্ধরা
বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ