বাংলাদেশসহ ৪ দঃএশীয় দেশ যুক্তরাষ্ট্রের ৬ মি:ডলার সামুদ্রিক নিরাপত্তা সহায়তা পাচ্ছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশসহ ৪ দঃএশীয় দেশ যুক্তরাষ্ট্রের ৬ মি:ডলার সামুদ্রিক নিরাপত্তা সহায়তা পাচ্ছে
শনিবার, ১৩ মে ২০২৩



বাংলাদেশসহ ৪ দঃএশীয় দেশ যুক্তরাষ্ট্রের ৬ মি:ডলার সামুদ্রিক নিরাপত্তা সহায়তা পাচ্ছে

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান আজ বলেছেন, ওয়াশিংটন দক্ষিণ এশিয়ার চারটি দেশ- বাংলাদেশ, ভারত, মালদ্বীপ এবং শ্রীলংকাকে সামুদ্রিক নিরাপত্তা প্রচেষ্টায় সহায়তার জন্য ৬ মিলিয়ন মার্কিন ডলার দিতে আগ্রহী। তিনি ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলনের এক অধিবেশনে ভার্চুয়ালি বক্তব্য রেখে বলেন, ‘আমরা মার্কিন কংগ্রেসের কাছে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা প্রচেষ্টা ও উদ্যোগে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার সাথে অংশীদারিত্ব গড়তে ৬ মিলিয়ন মার্কিন ডলার চেয়েছি।’
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এই তহবিল ভারত মহাসাগরের দক্ষিণ এশীয় উপ-অঞ্চলে বিধিনিষেধ আরোপ ও আইন প্রয়োগের সক্ষমতা বাড়াবে। তিনি বলেন, ‘আমি এই অঞ্চলে- সুনির্দিষ্টভাবে জলদস্যুতা বিরোধী, ইইজেড মনিটরিং এবং দুর্যোগে সাড়া দেওয়ার ক্ষেত্রে ভারতের নেতৃত্বকে স্বীকার করি।’ শারম্যান বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র তার ভূমিকা পালন করতে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, ‘তাই আমরা ভারত মহাসাগর অঞ্চল জুড়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অভিযোজন ও প্রশমন কর্মসূচিসহ একটি পরিচ্ছন্ন জ্বালানি নির্ভর ভবিষ্যতে উত্তরণে ১৬৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের পরিকল্পনা ঘোষণা করেছি।’
তিনি বলেন, অংশীদারিত্ব সামুদ্রিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টেকসই সুনীল অর্থনীতিতে বিনিয়োগের একটি শক্তিবর্ধক- যা অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করে এবং কীভাবে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পারস্পরিকভাবে শক্তিশালী হয়- তার একটি বাস্তব উদাহরণ। তিনি বলেন, ইউএসএআইডি’র মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র টেকসই মৎস্য চাষ এবং সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণের জন্য প্রতি বছর ১৫টি দেশে ৩৩ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ বিনিয়োগ করে।
ডেপুটি সেক্রেটারি আরো বলেন, ‘আমরা ক্রমবর্ধমান টেকসই সুনীল অর্থনীতির দিকে আলোকপাত করে বাংলাদেশসহ উন্নয়ন সহায়তা চিহ্নিত করতে কাজ করছি।’
শারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেনকে ইন্ডিয়ান ওশান কনফারেন্স (আইওসি)-২০২৩ আয়োজন ও মর্যাদাসম্পন্ন এই গ্রুপটিতে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান।
আগামী মাসে তিনি অবসর নিচ্ছেন।
নেপাল, শ্রীলংকা, বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপ বিষয়ক দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপ-সহকারী সচিব আফরিন আক্তার সম্মেলনে উপস্থিত থেকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:০০   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা
চমক নিয়ে আসছে ‘মির্জাপুর ৪’
‘মুক্তিযোদ্ধা কোটা সুবিধা কারা পাবে জানতে রিভিউ করা হবে’
পুলিশ হত্যার মাস্টারমাইন্ড ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৬
নারায়ণগঞ্জে নারী সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার
নরসিংদী কারাগার থেকে পালানো জঙ্গি জুয়েল গাজীপুর থেকে গ্রেপ্তার
সরকারকে আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান
৩০০ কক্ষ ভাঙচুর, সংস্কারের পরই চালু হবে শিক্ষা কার্যক্রম: ঢাবি উপাচার্য
মা হারালেন ফারহা খান-সাজিদ খান
অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ