অতিরিক্ত সময়ের গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

প্রথম পাতা » খেলাধুলা » অতিরিক্ত সময়ের গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে স্পেন
শুক্রবার, ১১ আগস্ট ২০২৩



অতিরিক্ত সময়ের গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

চার বছর আগে নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নেদারল্যান্ডস। তবে ওই যাত্রায় শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি ডাচরা। এবারও হট ফেবারিট হয়েই বিশ্বমঞ্চে পা রেখেছিল তারা। কিন্তু শেষ আটেই থমকে গেল তাদের বিশ্বকাপের ট্রফি জয়ের স্বপ্ন।

বর্তমান রানার্স-আপ ডাচদের হারিয়ে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে স্পেন। নিউজিল্যান্ডের ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে স্প্যানিশ নারীরা।

শুক্রবার (১১ আগস্ট) পুরো ম্যাচেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্পেন। তবে প্রথমার্ধে নেদারল্যান্ডসের রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি স্প্যানিশ মেয়েরা।

ম্যাচের ৩৭তম মিনিটে অ্যাসথের গঞ্জালেজ বল জালে জড়ালেও লিড পায়নি স্পেন। পতাকা উঁচিয়ে ধরে অফসাইডের বার্তা দেন লাইন্সউইমেন। ফলে গোল শূন্য থাকে প্রথমার্ধের খেলা।

ম্যাচের ৮১তম মিনিটে মারিওনার গোলে খরা কাটে স্পেনের। ডি-বক্সের ভেতরে গ্র্যাগটের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে স্পেনকে গোল এনে দেন এই ফরোয়ার্ড।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ডাচদের সমতায় ফেরান স্টেফানি। ভিক্টোরিয়া পেলোভার বাড়ানো বলে ডান পায়ের জোরালো শটে জালে জড়ান স্টেফানি। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় অতিরিক্ত সময়ে।

ম্যাচের ১০৭তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ডাচরা। প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে শট নেন লিনথ বেরেনস্টেইন। তবে অল্পের জন্য তা পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

এরপর ১১১তম মিনিটে জয় নিশ্চিত করে স্প্যানিশ নারীরা। সবচেয়ে কম বয়সী ফুটবলার সালমা পারালুয়েলোর গোলেই শেষ চারে নাম লিখিয়েছে স্প্যানিশরা।

এদিকে শেষ আটের লড়াইয়ে দিনের আরেক ম্যাচে জাপানের প্রতিপক্ষ সুইডেন। দুপুর দেড়টায় মুখোমুখি হবে দুদল।

বাংলাদেশ সময়: ১৬:৩০:২০   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


কেইনের হ্যাটট্রিকের দিনে বড় জয়ে মৌসুম শুরু বায়ার্নের
ওয়েস্ট হ্যামকে উড়িয়ে মৌসুমের প্রথম জয় পেল চেলসি
চেলসির হয়ে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান তরুণ
ব্যাটিং ব্যর্থতায় দ. আফ্রিকার কাছে হেরে সিরিজ খোয়ালো অস্ট্রেলিয়া
এশিয়া কাপে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে বাংলাদেশ: জাকের
ইউনাইটেডকে হারিয়ে নতুন মৌসুম শুরু করল আর্সেনাল
জয় দিয়ে মৌসুম শুরু চ্যাম্পিয়ন পিএসজির
কিউবার পর জাতীয় দলেও খেলোয়াড় ছাড়ছে না কিংস
উইজডেনের ২১ শতকের সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় দুটি বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ