বিএসসির বহরে বিভিন্ন ক্যাটেগরির ২১টি জাহাজ যুক্ত হবে - নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » বিএসসির বহরে বিভিন্ন ক্যাটেগরির ২১টি জাহাজ যুক্ত হবে - নৌপরিবহন প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩



বিএসসির বহরে বিভিন্ন ক্যাটেগরির ২১টি জাহাজ যুক্ত হবে - নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে বিভিন্ন ধরনের ২১টি জাহাজ যুক্ত হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার নগরের একটি হোটেলে প্রতিষ্ঠানের ৪৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

২০২২-২৩ অর্থবছরে ২৪৬ কোটি ২৯ লাখ টাকা লাভ করায় বিএসসি শেয়ারহোল্ডাদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সুচিন্তিত দিকনির্দেশনায় ১৯৭৪ সালের মধ্যে ২৬টি সমুদ্রগামী জাহাজ বিএসসির বহরে সংযোজন করা হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিএসসির উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। ২০১৮-১৯ সালে এ বহরে ৬টি নতুন জাহাজ যুক্ত হয়। আরও ৪টি জাহাজ সংযোজনের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, বিএসসি বর্তমানে আর্থিক সক্ষমতা বিবেচনায় নিজস্ব অর্থে জাহাজ কেনার পরিকল্পনাও নিয়েছে। সে অনুযায়ী বহরে বিভিন্ন ক্যাটেগরির ২১টি জাহাজ যুক্ত হবে।

সভায় জানানো হয়, ২০২২-২৩ অর্থবছরে বিএসসির নিট মুনাফা হয়েছে ২৪৬ কোটি ২৯ লাখ টাকা।

লাভের ওপর ভিত্তি করে এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনায় পরিচালনা পর্ষদের সভায় ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানের লাভের ওপর ভিত্তি করে ভবিষ্যতে এ লভ্যাংশের পরিমাণ আরও বাড়বে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর জিয়াউল হক, শেয়ারহোল্ডার কবির আহম্মেদ চৌধুরী ও আব্দুল ওয়াহাব এ সময় বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২৩:০০:১৯   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


খাল খনন কর্মসূচি বিএনপির রাজনীতির অন্যতম পিলার : আমীর খসরু
উন্নয়নের মাপকাঠি হওয়া উচিত কাজের গুণগত মান : ফয়েজ আহমদ তৈয়্যব
চট্টগ্রাম বন্দরকে ঘিরে উৎপাদন হাব, সক্ষমতা ৬ গুণ বাড়ানোর লক্ষ্য : প্রেস সচিব
ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
আ.লীগের সহায়তায় ভারতীয় মিডিয়া ভয়ংকর অপতথ্য ছড়াচ্ছে : শফিকুল আলম
সাগরপথে মিয়ানমারে সার পাচারকালে কোস্টগার্ডের হাতে আটক ১০
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে ইউএনও-ওসিসহ আহত ২০
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু
পটিয়ায় ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ