মিটিংয়ের দিন খেলা দিলে পোলাপাইন বাইত থাকতে দিমু না: এমপি বাবু

প্রথম পাতা » আড়াইহাজার » মিটিংয়ের দিন খেলা দিলে পোলাপাইন বাইত থাকতে দিমু না: এমপি বাবু
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩



মিটিংয়ের দিন খেলা দিলে পোলাপাইন বাইত থাকতে দিমু না: এমপি বাবু

নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, তাঁর সমাবেশের দিন এলাকার কেউ খেলাধুলার আয়োজন রাখলে বাড়িতে থাকতে দেওয়া হবে না৷ সমাবেশের দিন খেলতে যাওয়ার সাহস দেখাতেও নিষেধ করেছেন তিনি৷
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার মাহমুদপুরের গহরদী প্রাইমেরি স্কুলমাঠে এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন৷

তিনি স্কুলভবন দেখিয়ে বলেন, ‘এই স্কুলের জন্য তিনতলা ভবন নিয়ে আসছি। আমরা এটা ভেঙ্গে সুন্দর করে নতুন ভবন করবো। ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করবে। এটা হবে দেখার মত একটি জায়গা। সেই পরিকল্পনা করে আমরা এগিয়ে যাচ্ছি। দক্ষিণ পাড়া থেকে কুতুবপুরা বাজারের রাস্তা৷ আগামী কয়েক মাসের মধ্যে মাত্র ৫ মিনিটের মধ্যে আসতে পারবেন।’
নজরুল ইসলাম বাবু বলেন, ‘এটা তো ছোটখাট একটা রাস্তা হইসে। এইটার বাবা হইবো ওইটা। এরপরও যদি মোবারক স্যার, বাড়ির পোলাপান মিটিং (সমাবেশ) এর দিন খেলাধুলা দেয়, তাহলে কিন্তু বাইত (বাড়িতে) থাকতে দিমু না। মিটিং এর দিন মিটিং হবে, লেখাপড়ার সময় লেখাপড়া হবে, সমাবেশের দিন সমাবেশ হবে। আমার মিটিং এর দিন সবাই খেলতে যাবে এ রকম সাহস কেউ দেখাইতে যেন না যায়।’

নৌকার প্রার্থী আরও বলেন, ‘আমার মিটিং এই খেলামেলা দিয়ে চলবে না। জাতীয় খেলা দিনও বন্ধ রাখা যায় না। মানুষ আমাকে চিনে, আমাকে বুঝে। প্রত্যেক মানুষ জানে, খারাপ কাজ বাবুরে দিয়া হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিব শিখাই দিয়া গেছেন, মানুষের অধিকার ফিরাই দেয়ার জন্য।’

তিনি নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, ‘সবাই কেন্দ্রে যাবেন, গিয়ে ভোট দিবেন৷ একটা ফলস্ কিংবা মিথ্যা ভোট আমি চাই না৷ আমাকে যার ভালো লাগে না, তারা ভোট দিবেন না৷ কিন্তু কেন্দ্রে অবশ্যই যাবেন, তারপর যাকে খুশি তাকে ভোট দিবেন, আমার আপত্তি নাই৷’

স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর মধ্যে দ্বন্দ্ব নিরসন করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম৷

অনুষ্ঠানে আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলীও উপস্থিত ছিলেন৷

স্থানীয়ভাবে প্রভাবশালী সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি৷ তাঁর বিপরীতে আসনটিতে জাতীয় পার্টির প্রার্থীসহ চারজন প্রার্থী রয়েছে৷

বাংলাদেশ সময়: ২৩:৩৫:১৪   ৩৭৮ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে সেনা সহায়তায় মাদকবিরোধী অভিযান, আটক ৫
বিদেশি বিনিয়োগকারীরা আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন
সুইডিশ কোম্পানি নিলোর্ন জাপান অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে
নারায়ণগঞ্জে ইপিজেড পরিদর্শনে বিনিয়োগকারীরা, খতিয়ে দেখছেন সুযোগ-সুবিধা
আড়াইহাজারে জমিয়তে ইসলামীর ইফতার ও দোয়ার আয়োজন
আড়াইহাজারে এক রাতে ৪ স্থানে ডাকাতি, জনগণের হাতে আটক ১
আড়াইহাজারে ’তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা
আড়াইহাজারে বিএনপি নেতা সুমনের স্পিনিং মিলে অগ্নিকাণ্ড
আড়াইহাজারে ৪৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ