ফসলের ক্ষেত থেকে সেচ পাম্প চুরি, কৃষকরা বিপাকে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফসলের ক্ষেত থেকে সেচ পাম্প চুরি, কৃষকরা বিপাকে
বুধবার, ১০ জানুয়ারী ২০২৪



ফসলের ক্ষেত থেকে সেচ পাম্প চুরি, কৃষকরা বিপাকে

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় চলতি মৌসুমে ভূট্টা ও মরিচ ক্ষেত থেকে সেচ পাম্প চুরির প্রবণতা বেড়ে গেছে। এতে আতঙ্কে রয়েছে কৃষকেরা। তারা বলছেন সময়মতো সেচ দিতে না পারলে মরিচ ও ভূট্টার ফলন বিপর্যয়ের শঙ্কায় রয়েছে।

কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর দক্ষিণ পাড়া এলাকায় কৃষক মইন উদ্দিন ময়নার মরিচ ক্ষেত থেকে সেচ পাম্প চুরি হয়ে গেছে।

কৃষক ময়না জানায়, গত ৭ জানুয়ারি রাতে আমি বাইরে থাকায় কে বা কারা আমার সেচ পাম্পটি ক্ষেত থেকে চুরি করে নিয়ে যায়। এতে ৪দিন যাবৎ আমি পানি দিতে পারছি। মরিচ ক্ষেতে ১দিন পর পর পানি দিতে হয়। পানি দিলে মরিচ তাড়াতাড়ি বড় হয় এবং নতুন জোয়ার আসে। কিন্তু মটর না থাকায় পানি দিতে পারছি না। আমি ৪ বিঘা জমিতে মরিচ চাষ করেছি। এ কয়েক দিনে বিঘাতে প্রায় আমার ৩০ থেকে ৪০ হাজার টাকার ক্ষতি হয়ে গেছে।

একই গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, আমার মরিচ ও ভূট্টার ক্ষেতে পানি দেওয়ার প্রয়োজন। কিন্তু মটর চুরি হওয়ায় ক্ষেতে পানি দিতে পারছি না। এভাবে যদি ক্ষেত থেকে মটর চুরি হয় তাহলে কিভাবে চাষাবাদ করবো। নতুন মোটর লাগালেও তো আবার চুরি করে নিয়ে যাবে। এই নিয়ে আমরা সংশয়ে আছি।

ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া হরখালি গ্রামের কৃষক বুলবুল আহমেদ বলেন, গত ১৫দিন আগে আমার সেচ পাম্প চুরি হয়। পরে আবার নতুন করে সেচ পাম্প কিনি। এতে আমার ২০ হাজার টাকা ক্ষতি হয়। এভাবে ক্ষতি হলে আমরা কৃষকেরা কিভাবে বাঁচবো বলেন ?

এছাড়াও গত তিন মাস আগে উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্য বাড়ি গ্রামে জালাল উদ্দিন খাঁ নামে এক কৃষকের ও কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের কৃষক আলীম উদ্দিনের সেচ পাম্প চুরি হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে জামালপুর কৃষি সম্প্রসারণ অধিকদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানার সাথে কথা হলে তিনি বলেন, সেচ পাম্প চুরির বিষয়টি ফৌরদারি বিষয়। এখানে আমাদের কিছু করণীয় নেই। তবে উপজেলা সেচ কমিটির মাধ্যমে সহযোগিতা করা যেতে পারে বলে জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, এ বিষয়টি কৃষকেরা আমাদের এখনো জানায়নি। তারা আবেদনের মাধ্যমে আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩১:৪৪   ৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে ৩য় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
মানুষের প্রতি শেখ হাসিনার মত আন্তরিকতা ও ভালোবাসা বিরল : নাছিম
ফিলিস্তিনের সব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের
ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম বাংলাদেশের এক অসাধারণ অর্জন : প্রণয় ভার্মা
বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার
আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে : অর্থ প্রতিমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ বাড়ানোর সুপারিশ
কুরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু: প্রাণিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ