ফসলের ক্ষেত থেকে সেচ পাম্প চুরি, কৃষকরা বিপাকে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফসলের ক্ষেত থেকে সেচ পাম্প চুরি, কৃষকরা বিপাকে
বুধবার, ১০ জানুয়ারী ২০২৪



ফসলের ক্ষেত থেকে সেচ পাম্প চুরি, কৃষকরা বিপাকে

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় চলতি মৌসুমে ভূট্টা ও মরিচ ক্ষেত থেকে সেচ পাম্প চুরির প্রবণতা বেড়ে গেছে। এতে আতঙ্কে রয়েছে কৃষকেরা। তারা বলছেন সময়মতো সেচ দিতে না পারলে মরিচ ও ভূট্টার ফলন বিপর্যয়ের শঙ্কায় রয়েছে।

কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর দক্ষিণ পাড়া এলাকায় কৃষক মইন উদ্দিন ময়নার মরিচ ক্ষেত থেকে সেচ পাম্প চুরি হয়ে গেছে।

কৃষক ময়না জানায়, গত ৭ জানুয়ারি রাতে আমি বাইরে থাকায় কে বা কারা আমার সেচ পাম্পটি ক্ষেত থেকে চুরি করে নিয়ে যায়। এতে ৪দিন যাবৎ আমি পানি দিতে পারছি। মরিচ ক্ষেতে ১দিন পর পর পানি দিতে হয়। পানি দিলে মরিচ তাড়াতাড়ি বড় হয় এবং নতুন জোয়ার আসে। কিন্তু মটর না থাকায় পানি দিতে পারছি না। আমি ৪ বিঘা জমিতে মরিচ চাষ করেছি। এ কয়েক দিনে বিঘাতে প্রায় আমার ৩০ থেকে ৪০ হাজার টাকার ক্ষতি হয়ে গেছে।

একই গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, আমার মরিচ ও ভূট্টার ক্ষেতে পানি দেওয়ার প্রয়োজন। কিন্তু মটর চুরি হওয়ায় ক্ষেতে পানি দিতে পারছি না। এভাবে যদি ক্ষেত থেকে মটর চুরি হয় তাহলে কিভাবে চাষাবাদ করবো। নতুন মোটর লাগালেও তো আবার চুরি করে নিয়ে যাবে। এই নিয়ে আমরা সংশয়ে আছি।

ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া হরখালি গ্রামের কৃষক বুলবুল আহমেদ বলেন, গত ১৫দিন আগে আমার সেচ পাম্প চুরি হয়। পরে আবার নতুন করে সেচ পাম্প কিনি। এতে আমার ২০ হাজার টাকা ক্ষতি হয়। এভাবে ক্ষতি হলে আমরা কৃষকেরা কিভাবে বাঁচবো বলেন ?

এছাড়াও গত তিন মাস আগে উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্য বাড়ি গ্রামে জালাল উদ্দিন খাঁ নামে এক কৃষকের ও কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের কৃষক আলীম উদ্দিনের সেচ পাম্প চুরি হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে জামালপুর কৃষি সম্প্রসারণ অধিকদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানার সাথে কথা হলে তিনি বলেন, সেচ পাম্প চুরির বিষয়টি ফৌরদারি বিষয়। এখানে আমাদের কিছু করণীয় নেই। তবে উপজেলা সেচ কমিটির মাধ্যমে সহযোগিতা করা যেতে পারে বলে জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, এ বিষয়টি কৃষকেরা আমাদের এখনো জানায়নি। তারা আবেদনের মাধ্যমে আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩১:৪৪   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন ব্রিটিশ হাইকমিশনারের
বড়দিনে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কাকরাইল গির্জা পরিদর্শনে এবি পার্টি
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
খুনিরা বাইরে ঘুরলে গানম্যান নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না : আখতার হোসেন
কোটি টাকার নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ, আটক ২
আনন্দ বিনিময়ে নারায়ণগঞ্জে ২ চার্চে বড়দিন উদযাপন
তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে : চরমোনাই পীর
সিলেটের ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ