মুস্তাফিজের রেকর্ড ছোঁয়ার দিন প্রথম হার চেন্নাইয়ের

প্রথম পাতা » খেলাধুলা » মুস্তাফিজের রেকর্ড ছোঁয়ার দিন প্রথম হার চেন্নাইয়ের
সোমবার, ১ এপ্রিল ২০২৪



মুস্তাফিজের রেকর্ড ছোঁয়ার দিন প্রথম হার চেন্নাইয়ের

মাইলফলকের দিনটা হতে পারতো জয়ে রঙিন। মুস্তাফিজুর রহমান নিজেও হতে পারতেন বল হাতে উজ্জ্বল। তবে, এর কোনোটাই হলো না। বল হাতে মুস্তাফিজের বিবর্ণ দিনে হারল চেন্নাই সুপার কিংস।

আইপিএলে রোববার (৩১ মার্চ) দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ২০ রানে হেরেছে চেন্নাই। এবারের আসরেবতিন ম্যাচ খেলা চেন্নাইয়ের প্রথম হার এটি। এই ম্যাচেই স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০তম উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজ।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছে দিল্লি। বল হাতে চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে ৪৭ রান দিয়ে এক উইকেট পান মুস্তাফিজ।

দিল্লির ইনিংসের দশম ওভারের তৃতীয় বলটিতে মুস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরের স্লোয়ারে রিভার্স স্কুপ খেলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু পারেননি হাওয়ায় ভাসাতে। শর্ট থার্ডম্যানে এক হাতে চোখধাঁধানো ক্যাচ নিয়ে মুস্তাফিজকে উইকেট উপহার দেন মাথিশা পাথিরানা

এই শিকারের মাধ্যমে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের ক্লাবে নাম লেখান মুস্তাফিজ। ২৪২ ম্যাচের ২৪০ ইনিংসে ২৬তম বোলার হিসেবে কাটার মাস্টার পূর্ণ করেছেন টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট। ফিজের আগে এই মাইলফলকে বাংলাদেশ থেকে পৌঁছেছেন কেবল সাকিব আল হাসান। ৪২১ ইনিংসে সাকিবের উইকেট ৪৮২টি। এই তালিকায় ৫৩৯ ইনিংসে ৬২৫ উইকেট নিয়ে শীর্ষে ডোয়াইন ব্রাভো।

ম্যাচটিতে রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ১৭১ রানে থামে চেন্নাই। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৪৫ রান করেন আজিঙ্কা রাহানে। শেষ দিকে নেমে ধোনি করেন ১৬ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস। তবে তাতেও রক্ষা পায়নি চেন্নাই। ২০ রানের হার নিয়েই মাঠ ছাড়েন মুস্তাফিজরা।

বাংলাদেশ সময়: ১২:৫৮:৫৯   ৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সার সহজ জয়
আর্জেন্টিনাকে কাঁদিয়ে ব্রাজিলের ‘হেক্সা’
হেসেখেলে ৭ ‍উইকেটে জিতল ভারত
সন্ধ্যায় ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
রোববার মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিটির বড় জয়, পিএসজিকে হারাল আর্সেনাল
আপিলে জেতায় বাতিল ব্রুনোর লাল কার্ড, উঠে গেল নিষেধাজ্ঞা
দুই দিনের রোমাঞ্চে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল ভারত
হেড-শর্টের নৈপুন্যে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয় অস্ট্রেলিয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ