খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪



খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থী উজ্জ্বল হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামবাসীর আয়োজনে বালিয়া ব্রিজপাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চর বালিয়া সহ পাশপাশের কয়েক গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ পোস্টার ও প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয় এবং খুনিদের ফাঁসির দাবিতে গ্লোগান দেয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এঘটনাটি খুবই নৃশংস ও মর্মান্তিক। এ ধরনের ঘটনা আর যেন সমাজে না ঘটে এবং কোন বাবা মায়ের বুক আর যেন খালি না হয়। সেজন্য এলাকাবাসী এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন।

এদিকে নিহতের বাবা উসর আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও হত্যার সাথে সরাসরি জড়িত আসামিদের আটকে গড়িমসি করছে পুলিশ। আসামিরা প্রভাবশালী হওয়ায় উল্টো মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এনিয়ে প্রাণনাশের ভয়ে আছেন বলে জানান তিনি। তাই দ্রুত ছেলে হত্যার সঙ্গে জড়িত আসামিদের আটকের দাবি জানান তিনি।

মামলা ও নিহতের পরিবার সুত্রে জানা যায়,
উপজেলার চর বালিয়া গ্রামের উসর আলীর ছেলে উজ্জ্বল। সে শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউট অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন। গত ২৭ মার্চ সন্ধ্যায় মোবাইলে ফোন পেয়ে বাড়ীর বাহিরে বের হয়। রাতে বাড়ীতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজতে থাকে। না পেয়ে ওইদিন রাতেই থানায় অভিযোগ করেন তার বাবা। এরপর ৫দিন পর বাড়ীর পাশে প্রতিবেশি আপেল মিয়ার পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংক থেকে দূর গন্ধ বের হয়। পরে প্রতিবেশীরা টয়লেটের স্লাপ খুলে উজ্জ্বলের মরদেহ দেখতে পায়। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেকসহ ৯ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা উসর আলী।

এ ব্যাপারে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, অভিযান চালিয়ে উজ্জ্বল হত্যার প্রধান আসামি পরানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বাকি আসামীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪৩:৩৯   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরের নির্বাচনে কোন হেরফের চলবে না: ডিসি
সুনাগরিক হিসেবে গড়ে উঠতে স্কাউট শিক্ষার গুরুত্ব অপরিসীম : সিমিন
নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন
আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আবদুল হাইয়ের অবদানের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
নতুন প্রজন্মের জন্য সুন্দর দেশ গড়ে তুলতে নবীন কর্মকর্তাদের দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান পূর্তমন্ত্রীর
উদ্বৃত্ত উৎপাদন সত্ত্বেও সংরক্ষণাগারের অভাবে পেঁয়াজ আমদানি করতে হয় : কৃষিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে - স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ