খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪



খুনিদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থী উজ্জ্বল হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামবাসীর আয়োজনে বালিয়া ব্রিজপাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চর বালিয়া সহ পাশপাশের কয়েক গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ পোস্টার ও প্লেকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয় এবং খুনিদের ফাঁসির দাবিতে গ্লোগান দেয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এঘটনাটি খুবই নৃশংস ও মর্মান্তিক। এ ধরনের ঘটনা আর যেন সমাজে না ঘটে এবং কোন বাবা মায়ের বুক আর যেন খালি না হয়। সেজন্য এলাকাবাসী এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন।

এদিকে নিহতের বাবা উসর আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও হত্যার সাথে সরাসরি জড়িত আসামিদের আটকে গড়িমসি করছে পুলিশ। আসামিরা প্রভাবশালী হওয়ায় উল্টো মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এনিয়ে প্রাণনাশের ভয়ে আছেন বলে জানান তিনি। তাই দ্রুত ছেলে হত্যার সঙ্গে জড়িত আসামিদের আটকের দাবি জানান তিনি।

মামলা ও নিহতের পরিবার সুত্রে জানা যায়,
উপজেলার চর বালিয়া গ্রামের উসর আলীর ছেলে উজ্জ্বল। সে শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউট অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন। গত ২৭ মার্চ সন্ধ্যায় মোবাইলে ফোন পেয়ে বাড়ীর বাহিরে বের হয়। রাতে বাড়ীতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজতে থাকে। না পেয়ে ওইদিন রাতেই থানায় অভিযোগ করেন তার বাবা। এরপর ৫দিন পর বাড়ীর পাশে প্রতিবেশি আপেল মিয়ার পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংক থেকে দূর গন্ধ বের হয়। পরে প্রতিবেশীরা টয়লেটের স্লাপ খুলে উজ্জ্বলের মরদেহ দেখতে পায়। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেকসহ ৯ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা উসর আলী।

এ ব্যাপারে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, অভিযান চালিয়ে উজ্জ্বল হত্যার প্রধান আসামি পরানসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বাকি আসামীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৪৩:৩৯   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভ্যালেকানোর বিপক্ষে ড্র করে হোঁচট খেল রিয়াল
প্রয়োজনে ফুটবলের সঙ্গে মারামারি করব: বিসিবি পরিচালক আসিফ
সরিষাবাড়ীতে ইউনিয়ন ওলামা দলের নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
ইসলামপুরে পৌর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ঢাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ
জালকুড়িতে মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ
বন্দরে শতফুটের সড়কে আবর্জনার স্তুপ, জনস্বাস্থ্য ঝুঁকি
নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার ও জাল টাকার বিরুদ্ধে ব্যবস্থা: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ