চেলসিকে ৫-০ গোলে উড়িয়ে দিল আর্সেনাল

প্রথম পাতা » খেলাধুলা » চেলসিকে ৫-০ গোলে উড়িয়ে দিল আর্সেনাল
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪



চেলসিকে ৫-০ গোলে উড়িয়ে দিল আর্সেনাল

২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগ শেষের দিকে। পয়েন্ট টেবিল যে অবস্থায় এখন দাঁড়িয়েছে, তাতে চেলসির জন্য সেরা চারে জায়গা করে নেওয়া একরকম অসম্ভব বলাই চলে। এমন পরিস্থিতিতে এসে ধারাবাহিকভাবে জিততে তো পারছেই না চেলসি, ব্লুজরা হারছে বড় ব্যবধানে।

সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে চেলসি নিজেদের সবশেষ দুই ম্যাচের দুটিতেই হেরেছে। চলতি সপ্তাহের শনিবার ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে এফএ কাপের সেমিফাইনালেই বিদায়ঘণ্টা বাজে চেলসির। এফএ কাপের পর গত রাতে চেলসি প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় আর্সেনালের। এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের কাছে ৫-০ গোলে হেরেছে চেলসি। সবশেষ ৩৮ বছরের হিোবে কোনো লন্ডন ডার্বিতে চেলসির এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে পরাজয়। ১৯৮৬ সালের মার্চে কুইনস পার্ক রেঞ্জার্সের কাছে ৬-০ গোলে হেরেছিল চেলসি।

আর্সেনালের কাছে গত রাতে বিধ্বস্ত হওয়ার পর হতাশা প্রকাশ করেছেন চেলসি কোচ মরিসিও পচেত্তিনো। ম্যাচ শেষে চেলসি কোচ বলেন, ‘আমরা এভাবেই অধারাবাহিক পারফরম্যান্স করে আসছি। দারুণ পারফরম্যান্স করেছিলাম আমরা (ম্যান সিটির বিপক্ষে) ও তারপর আজ এমনটা হলো। যখন আমাদের খারাপ দিন আসে, তখন আরও বাজে খেলি।’

প্রিমিয়ার লিগে চেলসির সবশেষ ম্যাচে ৪ গোল করেছিলেন কোল পালমার। ২০ গোল করে এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হালান্ডের সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি। এফএ কাপের সেমিতে অবশ্য চেলসিই গোল করতে পারেনি। গোলমেশিন পারমার গত রাতে আর্সেনালের বিপক্ষে খেলতে পারেননি অসুস্থতার কারণে। চেলসির এমন অধারাবাহিক পারফরম্যানসের প্রসঙ্গে পচেত্তিনো বলেন, ‘ওয়েম্বলিতে দারুণ পারফরম্যানস করেছিলাম আমরা, তারপর আজ (গতকাল আর্সেনালের কাছে হারা)। আর্সেনালে এসে আপনি হারতে পারেন। তবে যেভাবে আমরা খেলেছি, তাতে এক দিন, তিন দিন আগে যা খেলেছি, সেখানে আজ কেন এমন হলো?’

চেলসিকে ৫-০ গোলে উড়িয়ে ৪ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর জোড়া গোল করেন বেন হোয়াইট ও কাই হ্যাভার্টজ। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল আর্সেনাল। ৩৪ ম্যাচে ২৪ জয়, ৫ ড্র ও ৫ পরাজয়ে আর্সেনালের পয়েন্ট ৭৭। ৭৪, ৭৩ ও ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই, তিন ও চারে রয়েছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা। অ্যাস্টন ভিলা খেলেছে ৩৪ ম্যাচ। ৩২ ও ৩৩ ম্যাচ খেলেছে ম্যান সিটি ও লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:২৬   ৪৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সালাহ’র শেষ সময়ের গোলে জয় পেল মিশর
ব্রাজিলিয়ানের জোড়া গোলে ১১ বছর পর সুপারকাপ নাপোলির
ম্যানইউকে হারিয়ে ভিলার টানা সাত জয়, ইতিহাসের ছোঁয়া
‘জার্মান ফুটবলিং পার্সোনালিটি অব দ্য ইয়ার’ হলেন হ্যারি কেন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড করে সিরিজ জয় নিউজিল্যান্ডের
ভিয়ারিয়ালকে হারিয়ে বছর শেষ করল বার্সেলোনা
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি : আমিনুল হক
বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল, খেলার সূচি প্রকাশ
প্রথমবার মেসি বনাম ইয়ামাল
পাঁচ গোলের থ্রিলারে ফিফা ট্রফি জিতল মরক্কো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ