ফ্রান্সকে হারিয়ে অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন

প্রথম পাতা » খেলাধুলা » ফ্রান্সকে হারিয়ে অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন
শনিবার, ১০ আগস্ট ২০২৪



ফ্রান্সকে হারিয়ে অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন

স্পেন ফুটবলের সময়টা যে বেশ ভালোই যাচ্ছে, তা তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালেই বোঝা যায়। এইতো, কদিন আগেই ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্পেন। এবার ফ্রান্সকে হারিয়ে প্যারিস অলিম্পিক ফুটবলের সোনা জিতলো তারা। পার্ক দ্য প্রিন্সেসে ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে ১৯৯২ সালের পর অলিম্পিক ফুটবলে সোনা জিতলো স্পেন।

পার্ক দ্য প্রিন্সেসের গ্যালারি কানায় কানায় ভর্তি। জমজমাট একটা লড়াই দেখায় আশায় গোটা ফুটবল দুনিয়া। হলোও তাই, লড়াইটা হলো বেশ জমজমাট। নির্ধারিত সময়ে দুই দলই সমানে সমান। তাই খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। আর সেই অতিরিক্ত সময়ে সের্হিও কামেয়োর জোড়া গোলে ৫-৩ গোলের জয় পায় স্প্যানিশরা।

শুরুতেই স্বাগতিকদের চমক। ম্যাচের ১১ মিনিটেই ভুল করে বসেন স্প্যানিশ ডিফেন্ডার। সেই ভুলের মাশুলও গুণতে হলো তাদের। ফ্রান্সকে প্রথম লিড এনে দিলেন এনজো মিলট। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি স্প্যানিশরা। গোল হজম করার ঠিক ৭ মিনিট পরেই সমতায় ফেরে তারা। ফারমিন লোপেজের গোলে স্কোরলাইন তখন ১-১।

দলের ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠে স্পেন। ২৫ মিনিটেই স্কোরলাইন ২-১ করেন লোপেজ। তার ঠিক ৩ মিনিট পরেই আরও একটি গোল করে তারা। এবার স্কোরশিটে নাম লেখান অ্যালেক্স বায়েনা। ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করেন এই মিডফিল্ডার। ৩-১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকেন ফরাসিরা। শেষ পর্যন্ত ৭৯ মিনিটে ফল পায় স্বাগতিকরা। মাগনেস আকলিওচের গোলে ব্যবধান তখন ৩-২। এরপর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় ফ্রান্স। স্পটকিক থেকে সমতায় ফেরার সুযোগটি মিস করেননি জেন ফিলিপি মাতেতা।

৩-৩ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়ে ম্যাচের চিত্রপট পাল্টে দেন বদলি হিসেবে নামা সের্হিও কামেয়ো। জোড়া গোল করে দলকে এনে দেন সোনা জয়ের স্বাদ।

১০০ মিনিটে আদ্রিয়ান বের্নারের থ্রু বল ধরে ডান পায়ের শটে জাল খুঁজে নেন স্প্যানিশ এই ফরোয়ার্ড। ১২০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ শটে দ্বিতীয়বারের মতো স্কোরশিটে নাম লেখান তিনি। শেষ পর্যন্ত ৫-৩ গোলের জয় পায় স্পেন।

৩২ বছর আগে ১৯৯২ সালে একবার অলিম্পিক ফুটবলে সোনা জিতেছিল স্পেন। এবার দ্বিতীয়বারের মতো অলিম্পিকে সোনা জিতলো স্পেন ফুটবল দল।

বাংলাদেশ সময়: ১৪:২৭:৫৩   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা
কেমন হতে পারে বাংলাদেশ ও ভারতের সম্ভাব্য একাদশ?
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে নতুন দুই মুখ
আলমাদা ম্যাজিকে উরুগুয়েকে হারাল আর্জেন্টিনা
ডেনমার্কের কাছে হারল রোনালদোর পর্তুগাল, কোনোমতে হার এড়াল স্পেন
ক্রোয়েশিয়ার কাছে হারল ফ্রান্স, ঘুরে দাঁড়িয়ে জার্মানির জয়
ভিনিসিউসের বাঁকানো শটের গোলে এক লাফে টেবিলের দুইয়ে ব্রাজিল
হামজাকে নিয়ে ভারতকে হারানোর আশায় দেশ ছাড়ল বাংলাদেশ দল
নারী চ্যাম্পিয়ন্স লিগেও রিয়ালের দাপট, শেষ আটে হারালো আর্সেনালকে
দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে সহজে হারাল নিউজিল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ