আলজেরিয়ার হয়ে ইতিহাস গড়লেন ইমানে খেলিফ

প্রথম পাতা » খেলাধুলা » আলজেরিয়ার হয়ে ইতিহাস গড়লেন ইমানে খেলিফ
শনিবার, ১০ আগস্ট ২০২৪



আলজেরিয়ার হয়ে ইতিহাস গড়লেন ইমানে খেলিফ

প্যারিস অলিম্পিকে নারীদের ওয়েল্টারওয়েট বক্সিংয়ে চীনের ইয়ং লিউকে হারিয়ে সোনা জিতলেন আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফ। এটিই আলজেরিয়ার ইতিহাসে প্রথম কোনো নারী বক্সারের অলিম্পিকে স্বর্ণ জয়। পদক জয়ের মধ্যে দিয়ে সমালোচকদের কঠোর জবাব দিলেন ২৫ বছর বয়সি এ ক্রীড়াবিদ। এদিকে তার জয়ের পর আলজেরিয়া জুড়ে চলছে উৎসব।

এবারের প্যারিস অলিম্পিক অন্য ক্রীড়াবিদদের চেয়ে একটু আলাদা আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফের কাছে। পদক জয়ের আগেই পুরো দুনিয়ার কাছে আলোচিত ও সমালোচিত এই ক্রীড়াবিদ। তবে সে সব সমালোচনা গায়ে মাখেননি তিনি। নিজের অদম্য ইচ্ছাশক্তি দিয়ে চাইলে যে সব প্রতিকূলতা জয় করা যায় শেষ পর্যন্ত তা প্রমাণ করলেন তিনি। নারীদের ওয়েল্টারওয়েট বক্সিংয়ে চীনের ইয়ং লিউকে হারিয়ে সোনা জিতেছেন তিনি। খেলিফ নিন্দুকদের চোখে আলো ফিরিয়ে প্রমাণ করেছেন কোনো মন্ত্রবলেই তাকে দমিয়ে রাখা যাবে না।

আলজেরিয়ার ইতিহাসে প্রথম কোনো নারী বক্সার হিসেবে অলিম্পিকে স্বর্ণ জয়। অথচ শুরুটা কত কঠিন ছিল তার। ২০২৩ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপের সময় ধরা পড়ে তার শরীরে নারীদের সঙ্গে জিনগত পার্থক্য রয়েছে। আন্তর্জাতিক বক্সিং সংস্থা (আইবিএ) তাকে নিষেধাজ্ঞা দিলেও অলিম্পিক কমিটি তাকে খেলার ছাড়পত্র দেয় নারীদের বিভাগে। শুরুতেই পড়েন তোপের মুখে। ইতালির অ্যাঞ্জেলে কারিনি তার বিপক্ষে খেলতে নেমে ভয়ে আতঙ্কে এক মিনিটের আগেই ছেড়ে দেন ম্যাচ। এরপর তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। তবে সবকিছু মাটি চাপা দিয়েছেন ২৫ বছর বয়সি খেলিফ। শেষ পর্যন্ত জয় করেন স্বর্ণ পদক।

শরীরে পুরুষদের মতো জিনগত বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছেন খেলিফ। জানান তার শরীরে নারীদের মতোই জিনজত বৈশিষ্ট্য রয়েছে। নারী হিসেবেই গর্বিত খেলিফ।

তিনি বলেন, ‘আমি অন্য নারীদের মতোই। অনেকে আমাকে সহ্য করতে পারে না। তাই সমালোচনা করে। আমি এগিয়ে যেতে চাই। নারীদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নিতে সামনে থেকে কাজ করতে চাই।’

এদিকে খেলিফের এমন অর্জনের পর উৎসব ছড়িয়ে পড়েছে প্যারিস থেকে আলজেরিয়া পর্যন্ত।

এক আলজেরিয়ান ক্রীড়াপ্রেমী বলেন, ‘খেলিফকে নিয়ে আমরা গর্বিত। সে বিশ্ব দরবারে আমাদের তুলে ধরেছে। আলজেরিয়াকে এর আগে কেউ এত সম্মান এনে দিতে পারেনি। খেলিফ আমাদের কাছে প্রেরণা।’

অন্য এক আলজেরিয়ান বলেন, ‘আলজেরিয়ার নারীদের কাছে খেলিফ জেগে ওঠার অনুপ্রেরণা। আমি চাই আমার মেয়ে বড় হয়ে খেলিফের মতো হোক। সে যেভাবে নারীদের অনুপ্রাণিত করেছে সেটা অন্য কারো পক্ষে সম্ভব নয়।’

প্যারিস অলিম্পিকের পর নিজেকে নিয়ে নতুন করে ভাবছেন খেলিফ। তার মতো যারা এমন সমস্যায় পিছিয়ে আছেন তাদের জন্য কাজ করতে চান ২৫ বছর বয়সী এই বক্সার।

বাংলাদেশ সময়: ১৫:১৩:২৯   ৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


১০ বছর পর ইংল্যান্ডকে হারের স্বাদ দিলো শ্রীলঙ্কা
ভারত সিরিজের সম্ভাব্য বাংলাদেশ দল
সিরিজ জয়ের মিশনে বাংলাদেশের শুরুর একাদশে দুই পরিবর্তন
গ্রিনের ক্যারিয়ার সেরা পারফরমেন্সে স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া
বিশ্বকাপ বাছাই: রড্রিগোর একমাত্র গোলে জয়ে ফিরলো ব্রাজিল
নেশন্স লিগ: ফ্রান্সকে উড়িয়ে দিয়েছে ইতালি, ডি ব্রুইনার দুই গোলে বেলজিয়ামের জয়
ইংলিশের রেকর্ড সেঞ্চুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
দ্বিতীয় ম্যাচেও জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ
সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ, জয় পেতে আত্মবিশ্বাসী কাবরেরা
বিশ্ব ক্রিকেটে প্রশংসায় ভাসছেন টাইগাররা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ