বন্যায় কৃষি খাতের ক্ষতি মোকাবিলায় প্রয়োজন নানামুখী পরিকল্পনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্যায় কৃষি খাতের ক্ষতি মোকাবিলায় প্রয়োজন নানামুখী পরিকল্পনা
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪



বন্যায় কৃষি খাতের ক্ষতি মোকাবিলায় প্রয়োজন নানামুখী পরিকল্পনা

সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক ও কৃষি খাত। যার ক্ষতি কাটিয়ে উঠা সময়সাপেক্ষ ও চ্যালেঞ্জিং বিষয়। তবে বন্যা পরবর্তী কৃষিখাতের ক্ষয়ক্ষতি মোকাবিলায় নানামুখী পরিকল্পনা ও করণীয়র কথা জানিয়েছে সেন্টার ফর এগ্রিকালচারাল পলিসি স্টাডিজ।

শুক্রবার প্রেস ক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।

সংগঠনের সভাপতি ড. মো মিজানুর রহমান বলেন, সাম্প্রতিক বন্যায় ফেনী ও নোয়াখালীসহ ১১ জেলার ৭৩টি উপজেলা প্লাবিত হয়। যাতে ক্ষতিগ্রস্ত হন প্রায় ১৪ লাখ কৃষক।ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ হাজার ৩৪৬ কোটি টাকা। যার মধ্যে ধানের ক্ষতি প্রায় ২ হাজার ৫১৯ কোটি টাকা। ধানের পর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শাকসবজির। বন্যায় বিভিন্ন মশলা, ফলবাগান, সবজি, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও টমেটো, পানসহ ৩ লাখ ৩৯ হাজার ৩৮২ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়।

তাছাড়া বন্যায় মহাসড়ক বিপর্যস্ত হওয়ায় চট্টগ্রাম বন্দরের সঙ্গে ঢাকাসহ বিভিন্ন জেলায় আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের চলাচল কমে গেছে। এসব রাস্তা মেরামতে পরিবহন ও যোগাযোগ খাতের বাজেটের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।

কৃষকদের যদি পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে না করা যায়, তাহলে কৃষিপণ্য উৎপাদন ও দেশের খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, শত শত মানুষের ঘরবাড়ি, কৃষিজমি, মৎস্য খামারসহ অনেক সম্পদের ক্ষতি ক্ষতি পোষাতে ক্ষয়-ক্ষতির তালিকা প্রস্তুত করা প্রয়োজন। আর্থিক ক্ষতি মোকাবিলা করার জন্য বিমাপত্র বা শস্যবিমার প্রচলন করা প্রয়োজন। শুধু শস্যই নয়, কৃষির অন্যান্য উপখাত গবাদিপশু ও মৎস্য খাতকেও কৃষিবিমার আওতায় আনা প্রয়োজন।

কৃষককে পুনর্বাসনের জন্য সবচেয়ে বেশি দরকার হয় আর্থিক সহায়তা ও মানসিক কাউন্সেলিং। যেসব প্রতিষ্ঠান কৃষককে সাহায্য করবে, তাদেরও আয়কর কমানোসহ প্রণোদনা দিতে পারে সরকার। বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৫৪   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বেগম খালেদা জিয়া আজ লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা হবেন
বিনা নোটিশে কোনো সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সুযোগ নেই : মাহফুজ আলম
জামালপুরে অষ্টম শ্রেণী শিক্ষার্থী অপমৃত্যু
চীনে পর্যটকবাহী নৌকাডুবে ১০ জনের মৃত্যু
১০ হাজার ইয়াবাসহ রাজধানীতে মাদক কারবারি গ্রেপ্তার
ভারতের সাথে উত্তেজনার মধ্যে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান
সাতক্ষীরায় দ্রুত মামলা নিষ্পত্তির জন্য ১২ দফা নির্দেশনা দেয়া হয়েছে: বিচারপতি মাহমুদুল হক
স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ভারতীয় আহত
আফতাবনগরে ডিএনসিসির পশুর হাটও বসানো যাবে না : হাইকোর্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ