ম্যানসিটি ও চেলসি হারলেও বড় জয় ম্যান ইউনাইটেডের

প্রথম পাতা » খেলাধুলা » ম্যানসিটি ও চেলসি হারলেও বড় জয় ম্যান ইউনাইটেডের
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪



ম্যানসিটি ও চেলসি হারলেও বড় জয় ম্যান ইউনাইটেডের

ইংলিশ লিগ কাপ থেকে একই দিনে দুই বড় দল বিদায় নিয়েছে। শেষ ষোলর খেলায় ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। আর চেলসি হেরেছে নিউক্যাসল ইউনাইটেডের কাছে। তবে সদ্যই কোচের পদ থেকে এরিক টেন হ্যাগকে সরিয়ে দেয়া ম্যানচেস্টার ইউনাইটেড বড় জয় পেয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) ইংলিশ লিগ কাপের (ইএফএল) শেষ ষোলর খেলায় স্বাগতিক টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। স্বাগতিকদের পক্ষে টিমো ভের্নার ও পাপে মাতার সার গোল দুটি করেন। ম্যানসিটির পক্ষে একটি গোল শোধ করেন ম্যাথিউস নুনেস।

সেন্ট জেমস পার্কে আরেক ম্যাচে স্বাগতিক নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ ব্যবধানে হেরেছে চেলসি। অ্যালেক্সান্ডার ইসাক একটি গোল করেন। বাকি গোলটি চেলসির অ্যাক্সেল দিসাসির আত্মঘাতী।

সিটিজেন ও ব্লুরা হারলেও ওল্ড ট্রাফোর্ডে গোল উৎসব করেছে সদ্যই কোচ ছাঁটাই করা ম্যানচেস্টার ইউনাইটেড। লেস্টার সিটিকে তারা ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে। মায়ন ইউনাইটেডের পক্ষে জোড়া গোল করেছেন ক্যাসেমিরো ও ব্রুনো ফার্নান্দেজ। বাকি গোলটি আলেহান্দ্রো গারনাচো।

লেস্টার সিটির পক্ষে বিলাল এল খান্নৌস এবং কনর কেডি দুটি গোল শোধ করেন।

লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিটি ইএফএল কাপে সুবিধা করতে পারল না। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা চারবার এই শিরোপা জেতা পেপ গার্দিওলার দল এবারও শেষ ষোল থেকেই বিদায় নিল। এই ম্যাচের তিনটি গোলই প্রথমার্ধে হয়।

পঞ্চম মিনিটে ভের্নারের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। ২৫ মিনিটে স্বাগতিকদের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন মাতার সার। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে একটি গোল শোধ করেন ম্যাথিউস নুনেস।

সেন্ট জেমস পার্কে গত মৌসুমের রানার্স আপ চেলসি নেমেছিল প্রথম একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে বেঞ্চে রেখে। ফলাফলও হাতেনাতে পেয়েছে এনজো মারেস্কার দল। মাত্র ৩ মিনিটের ব্যবধানে গোল দুটি খায় ব্লুরা।

২৩ মিনিটে স্বাগতিক নিউক্যাসলকে এগিয়ে দেন ইসাক। এর তিন মিনিট পর নিজেদের জালেই বল জড়ান চেলসির দিসাসি।

এদিকে দিন দুয়েক আগে এরিক টেন হ্যাগকে কোচের পদ থেকে ছাটাই করা ম্যান ইউনাইটেড ঘরের মাঠে লেস্টার সিটির বিপক্ষে খেলতে নেমেছিল অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টেলরয়ের অধীনে। প্রধান কোচ হিসেবে শুরুটা দারুণ হয়েছে রেড ডেভিলদের এই কিংবদন্তির। বড় জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তার দল।

প্রথমার্ধের ১৫ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন ক্যাসেমিরো। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গারনাচো।
৩৩ মিনিটে একটি গোল শোধ করেন এল খান্নৌস। তবে ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করে লেস্টারকে ম্যাচ থেকে ছিটকে দেয় রেড ডেভিলরা। প্রথমে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। আর পরের গোলটি ক্যাসেমিরোর। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি গোল শোধ করে লেস্টারকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন কনর কেডি।

কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ব্রুনোর দ্বিতীয় গোলের পর জয় নিশ্চিত হয়ে যায় ইউনাইটেডের।

বাংলাদেশ সময়: ১২:৩৩:৪১   ৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


টটেনহ্যামকে হারিয়ে দুইয়ে চেলসি, ফুলহ্যামের মাঠে আর্সেনালের হোঁচট
ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
ভারতের বিপক্ষে সবচেয়ে কম বলে জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার
চীনের কাছে ২১-০ গোলে হারল বাংলাদেশ
হেডের তাণ্ডবে ভারতের বিপক্ষে বড় লিড অস্ট্রেলিয়ার
পাকিস্তানকে কাঁদিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করে ফাইনালে ‘এক পা’ বাংলাদেশের
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ক্যারিবীয় দলে পরিবর্তন
আইরিশদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
মাজরাউই’র সম্মানে সমকামী সমর্থনসূচক জ্যাকেট পরেনি ইউনাইটেড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ