দুর্নীতির পেছনে জেনারেলের শিক্ষার্থীরা বেশি দায়ী : আইএইউ উপাচার্য

প্রথম পাতা » চট্টগ্রাম » দুর্নীতির পেছনে জেনারেলের শিক্ষার্থীরা বেশি দায়ী : আইএইউ উপাচার্য
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



দুর্নীতির পেছনে জেনারেলের শিক্ষার্থীরা বেশি দায়ী : আইএইউ উপাচার্য

বাংলাদেশে এতো অনিয়ম ও দুর্নীতির পেছনে জেনারেল পড়ুয়া শিক্ষার্থীরাই বেশি দায়ী বলে মন্তব্য করেছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শামসুল আলম।

মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. শামসুল আলম বলেন, জালিম সরকারের কারণে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ই ক্ষতিগ্রস্ত। এখন যারা দ্বীনের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, তারাই আগামীর বাংলাদেশকে রক্ষা করতে পারবে। ভবিষ্যতে এ দেশের প্রধান সম্পদ হবে ওলামায়ে কেরাম। এ জন্য সামর্থ্যের সবটুকু দিয়ে দেশকে নৈতিকতা, উন্নয়ন ও সমৃদ্ধ করতে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, দ্বীনি শিক্ষার মজাই আলাদা। এখানে সত্যিকারের প্রশান্তি পাওয়া যায়, যা অন্যান্য শিক্ষায় নেই। শিক্ষার্থীদের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে। দেশের সমৃদ্ধিতে আজকের ছাত্রসমাজই অনন্য ভূমিকা রাখবে।

উপাচার্য বলেন, অতি শিগগিরই ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসায় অনার্স কোর্সের অনুমোদন দেওয়া হবে। এতোদিন যারা আমাদের কাছে যায়নি, যোগ্য হলে তাদেরও দেওয়া হবে। এখানে পুরোপুরি ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। এছাড়া বিগত সময়ে যথাযথ শর্ত না মেনে যে-সব প্রতিষ্ঠানে অনার্স কোর্সের অনুমোদন দেওয়া হয়েছে তাদের ব্যাপারেও পুনর্বিবেচনা করা হবে।

মাদরাসা অধ্যক্ষ মাওলানা মুফতি ফারুক আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ড. শাহজাহান আল মাদানী ও তামীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. আবু ইউছুপ খাঁন।

মাদরাসার সিনিয়র শিক্ষক আবু বক্কর ছিদ্দিকের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব, মাদরাসার গভর্নিং বডির সাবেক সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি একেএম শামসুদ্দিন প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন কলেজ ও মাদরাসার অধ্যক্ষ, মাদরাসার গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:০৫   ২১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব : সালাহউদ্দিন
নির্বাচনে দায়িত্বে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য : স্বরাষ্ট্র উপদেষ্টা
আমরা এমন একটি সংসদ চাই, যেখানে মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দিয়ে গেছেন খালেদা জিয়া : জোনায়েদ সাকি
টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
শিক্ষককে প্রশাসনের কাছে হস্তান্তর ও হুমকি নিয়ে অবস্থান ব্যাখা করল চাকসু
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান হাসনাত আবদুল্লাহর
বিলুপ্ত প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি - মৎস্য উপদেষ্টা
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরী আহত
মুক্তিযোদ্ধাদের অসম্মানী করা মানে দেশের স্বাধীনতা অর্জনকেই অস্বীকার করা : কামরুল হুদা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ