মালয়েশিয়ায় মাদক পাচারের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেফতার ২

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় মাদক পাচারের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেফতার ২
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫



মালয়েশিয়ায় মাদক পাচারের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেফতার ২

মালয়েশিয়ায় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশিসহ দুইজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তাদের আরেকজন ইন্দোনেশিয়ার নাগরিক। তবে গ্রেফতাকৃত বাংলাদেশির নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইস্কান্দার পুত্রি জেলা পুলিশ প্রধান, সহকারী কমিশনার এম কুমারাসান।

এসময় তিনি বলেন, গত শুক্রবার দুই সন্দেহভাজনকে ১০ লাখ টাকারও বেশি মূল্যের ইয়াবা, গাঁজা ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই ব্যক্তিই মাদক পাচারকারী দলের সহযোগী ছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

কুমারাসান আরও জানান, শহরের আশপাশে যেসব বিদেশি নাগরিক বিভিন্ন স্থানে কাজ করছেন তারাই মূলত মাদক সিন্ডিকেটের বাজার পরিচালনা করে আসছেন। এই সিন্ডিকেটের বাকি সদস্যদের গ্রেফতার করার বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে এক্সট্যাসি পাউডার, গাঁজা, ইয়াবা ও হেরোইন।

এদিকে, দেশটির মাদকদ্রব্য আইন অনুযায়ী উভয় সন্দেহভাজনকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে রাখা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:০৭   ১৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে সৌদি
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যা বললেন জেলেনস্কি
ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল
ভিয়েতনামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৭
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন যে বার্তা দিলো ভারত
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ