ইমামদের ২ কোটি ৩১ লাখ টাকা সহায়তা দিল কল্যাণ ট্রাস্ট

প্রথম পাতা » কিশোরগঞ্জ » ইমামদের ২ কোটি ৩১ লাখ টাকা সহায়তা দিল কল্যাণ ট্রাস্ট
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫



ইমামদের ২ কোটি ৩১ লাখ টাকা সহায়তা দিল কল্যাণ ট্রাস্ট

ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্র্রাস্টের আওতায় চলতি অর্থবছরে অসহায় দরিদ্র ৬০০ জন ইমাম মুয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ হিসেবে ১ কোটি ৮০ লাখ টাকা এবং অনুদান হিসেবে ৪ হাজার ৬২০ জনকে ৫ হাজার টাকা হারে মোট ২ কোটি ৩১ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় আর্থিক অনুদান ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, সমাজ সংস্কারে এ দেশের আলেম সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এ সরকারের অগ্রাধিকার। সন্ত্রাস দমন ও সামাজিক সমস্যা নিরসনে আলেমরাই জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে।

তিনি বলেন, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট একটি সময়োপযোগী ও জনবান্ধব ট্রাস্ট। আগামী দিনে এই ট্রাস্টের সক্ষমতা আরো বৃদ্ধি করা হবে। ইমাম মুয়াজ্জিনদের কল্যাণে আমরা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরির কাজ করছি এবং তাদের জন্য একটি পে-স্কেল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে এদিন ঢাকা জেলার ২৯৫ জনকে ৫০০০ টাকা হারে ১৪ লাখ ৭৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া ঢাকা জেলায় ৭ জন উদ্যোক্তাকে ২০ হাজার টাকা হারে ১ লাখ ৪০ হাজার টাকা, ৭ জন সাধারণ উদ্যোক্তাকে ৩০ হাজার টাকা হারে ২ লাখ ১০ হাজার টাকা এবং ৭ জন বিশেষ উদ্যোক্তাকে ৪০ হাজার টাকা হারে ২ লাখ ৮০ হাজার টাকার সুদমুক্ত ঋণ দেওয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, প্রকল্প পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:১১   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


কৃষিতে অতিরিক্ত বালাইনাশক ব্যবহারের ফলে হাওড়ের মৎস্যসম্পদ ক্ষতির সম্মুখীন - মৎস্য উপদেষ্টা
ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত
কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ১০ সেপ্টেম্বর
এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি : আখতার
কিশোরগঞ্জে তিনদিন ব্যাপী ফল মেলা শুরু
দেশের প্রয়োজনে ড. ইউনূসকে সব দলের সহযোগিতা করা উচিত: আবু হানিফ
কিশোরগঞ্জে কৃষক হত্যায় ১৩ জনের যাবজ্জীবন
ইমামদের ২ কোটি ৩১ লাখ টাকা সহায়তা দিল কল্যাণ ট্রাস্ট
কিশোরগঞ্জে ট্র্যাফিক পুলিশ অফিসে অগ্নিকাণ্ড, নথি পুড়ে ছাই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ