পাঁচ বছর পর বেতিসের কাছে হারের স্বাদ পেল রিয়াল

প্রথম পাতা » খেলাধুলা » পাঁচ বছর পর বেতিসের কাছে হারের স্বাদ পেল রিয়াল
রবিবার, ২ মার্চ ২০২৫



পাঁচ বছর পর বেতিসের কাছে হারের স্বাদ পেল রিয়াল

রিয়াল মাদ্রিদের জার্সিতে নয় মৌসুম কাটিয়েছেন ইসকো। জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ আর তিনটি লা লিগা। সেই ইসকো এখন রিয়াল বেতিসে।এবার তার নৈপুণ্যেই পাঁচ বছর বেতিসের কাছে হারল রিয়াল মাদ্রিদ।

প্রতিপক্ষের মাঠে শনিবার লা লিগার ম্যাচটি ২-১ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির দল। ব্রাহিম দিয়াসের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানেন জনি কার্দোসো। দ্বিতীয়ার্ধে ব্যবধান গড়ে দেন ইসকো।

দশম মিনিটে গোলমুখ খোলে রিয়াল। কিলিয়ান এমবাপ্পে ড্রিবল করে তিন মার্কারকে ফাঁকি দিয়ে বাঁ দিকে মেন্দির কাছে বল বাড়ান। তারই ডানদিকে দেওয়া ক্রসে দিয়াজ জাল কাঁপান।

২২ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ মিলেছিল বেতিসের। ইসকোর নেওয়া ফ্রি কিক রুডিগার ক্লিয়ার করলেও বলের দখল নেন অ্যান্টনি, তারই বানিয়ে দেওয়া বলে রিকার্ডো রদ্রিগেজ শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়।

আধঘণ্টা পার হওয়ার কিছুক্ষণ পর স্কোর ১-১ করে বেতিস। কারদোসোর শট মাঠের বাইরে পাঠিয়ে কর্নার বানান রুডিগার। ইসকো নেন কর্নার কিক, এবার ঝাঁপিয়ে হেড করে কোনও বাধা ছাড়া লক্ষ্যভেদ করেন কারদোসো।

রিয়ালকে আরেকবার অনুশোচনায় পোড়ান রুডিগার। ৫৩তম মিনিটে এই জার্মান বক্সের মধ্যে হুয়ান হার্নান্দেজকে ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন। সঙ্গে পেনাল্টির বাঁশিও বাজান রেফারি। রিয়াল কিপার থিবো কোর্তোয়া ঠিক দিকে ডাইভ দিলেও ইসকোর শট থামানোর জন্য তা যথেষ্ট ছিল না।

লা লিগায় চতুর্থ হারে বার্সেলোনাকে টপকে শীর্ষে ওঠার সুযোগ হারালে রিয়াল। ২৬ ম্যাচ খেলে ৫৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সা।

কদিন আগে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে এন্দ্রিকের একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদকে হারায় রিয়াল। এই সপ্তাহেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর প্রথম লেগে খেলার আগে বেতিসের কাছে হার তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিলো

বাংলাদেশ সময়: ১২:০১:৪০   ৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, ৫ গোল–৩ লাল কার্ডের দিনে শিরোপা বার্সার
রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে
খেলোয়াড় দলবদলে একাডেমিগুলোর অর্থ পাওয়ার আশ্বাস তাবিথের
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু
গেতাফেকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকলো রিয়াল
প্যালেসের সাথে আর্সেনালের ড্র, শিরোপার আরো কাছে লিভারপুল
বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের সহায়তার প্রতিশ্রুতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ