বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ২১

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ২১
শুক্রবার, ২১ মার্চ ২০২৫



বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ২১

বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় দুজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রনবীরবালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮), ও হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামাণিক হানিফ উদ্দিন (৩৬)।

আহতদের মধ্যে কয়েকজন হলেন- সুন্দরী (৪৫), বসন্তী (৫০), সুর্বতি (৪৫), চায়না (৪০), পবিত্র (৪৫), স্বরসতি (৫৫), সাগরিকা (৫০), সুনীল (৫০), মনন্তর (৪৮), পয়ত্রি (৫২), মো. সাত্তার (৬০), বাসরি (৫০), বাশরি (৫০), ক্ষন্নষশি (৫০)। তারা সবাই খামারকান্দি ইউনিয়নের ঝাজর এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয়রা সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় আমিনুল জানান, ট্রাকটি ধুনটের দিক থেকে আসছিল। রনবীরবালা বশীর পাগলা মাজারের কাছে এলে রাস্তায় দাঁড়িয়ে থাকা হানিফ নামে একজনকে চাপা দেয়। এরপর ২০০ গজ দূরে গিয়ে আবার শ্রমিকবোঝাই একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও ভটভটি উল্টে যায়।

এ ঘটনায় পথচারী হানিফ ও ভটভটিতে থাকা হারুন অর রশিদ ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ২১ জন।

আহত হারান জানান, ‘আমরা সকালে ঝাজর এলাকা থেকে ভটভটিতে ১৭ জন মহিলা ও ৫ জন পুরুষ আলু তোলার কাজে কুসুম্বি যাচ্ছিলাম। রনবীরবালা এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জনান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২২:১২   ২০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশের সিদ্ধান্ত নিজেদের নিতে হবে, রাজপথে কর্মসূচি অহেতুক চাপ: মির্জা ফখরুল
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ আহত ৫
নারায়ণগঞ্জে রেলস্টেশনে অভিযানে ৯ জনকে কারাদণ্ড, আটক ১৮
পূজা উদযাপনে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের আশ্বাস নাসিক প্রশাসকের
নেপালের জালে বাংলাদেশের ৪ গোল
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
বন্দরে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা
রূপগঞ্জে ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ’র ৬৯তম সাধারণ সভায় বাংলাদেশের অংশগ্রহণ
মুঘল স্থাপনার আদলে হবে কেন্দ্রীয় ঈদগাহ: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ