ক্রোয়েশিয়ার কাছে হারল ফ্রান্স, ঘুরে দাঁড়িয়ে জার্মানির জয়

প্রথম পাতা » খেলাধুলা » ক্রোয়েশিয়ার কাছে হারল ফ্রান্স, ঘুরে দাঁড়িয়ে জার্মানির জয়
শুক্রবার, ২১ মার্চ ২০২৫



ক্রোয়েশিয়ার কাছে হারল ফ্রান্স, ঘুরে দাঁড়িয়ে জার্মানির জয়

ছয় মাস পর জাতীয় দলে ফিরে প্রত্যাবর্তনটা রাঙাতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। আক্রমণ এবং বল দখলে অবশ্য একচ্ছত্র দাপট দেখিয়েছে ফ্রান্সই। তবে গোলের জন্য ১৬ বার প্রচেষ্টা চালিয়েও জালের দেখা পায়নি দলটি। উল্টো প্রথমার্ধেই ২ গোল করে জয় ছিনিয়ে নিয়েছে ক্রোয়েশিয়া। রাতের আরেক ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ইতালিকে হারিয়েছে জার্মানি।

মিলানের সান সিরোয় বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইতালিকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। রাতের আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার মাঠে ২-০ গোলে হেরেছে ফ্রান্স।

ঘরের মাঠে পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত ক্রোয়েশিয়া। কিন্তু পেনাল্টি থেকে গোল করার সুযোগ মিস করেন আন্দ্রে ক্রামারিচ। তবে প্রথম গোল পেয়েছে ক্রোয়েটরাই। ২৬ মিনিটে পেরিসিচের ক্রসে হেড করে দলকে এগিয়ে নেন আন্তে বুদিমির।

প্রথমার্ধের যোগ করা সময়ে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন পেরিসিচ।

পিছিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি ফ্রান্স। এমবাপ্পের বেশ কয়েকটি শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকভিচ। তাতে হার নিয়েই মাঠ ছাড়তে হয় ফ্রান্সকে।

অন্যদিকে, হাইভোল্টেজ ম্যাচে জার্মানির বিপক্ষে প্রথম সুযোগেই গোল করে ইতালি। নবম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে গোলটি করেন নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার সান্দ্রো তোনালি।

সমতার জন্য জার্মানিকে অপেক্ষা করতে হয়েছে ৪৯ মিনিট পর্যন্ত। জসুয়া কিমিখের ক্রসে হেডে গোলটি করেন বরুশিয়া মনশেনগ্লাডভাখের ফরোয়ার্ড টিম ক্লাইনডিন্সট। ৭৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন লেয়ন গোরেটস্কা। কিমিখের ক্রসে হেডে জয়সূচক গোলটি করেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার।

বাংলাদেশ সময়: ১২:২৭:৪৬   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জয় দিয়ে বছর শেষ করলো ম্যানচেস্টার ইউনাইটেড
দুই গোল পিছিয়ে থেকেও বসুন্ধরা কিংসকে রুখে দিলো আবাহনী
শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটকে হারাল রাজশাহী
টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী, একাদশে আছেন যারা
রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে কারাবো কাপের সেমিতে আর্সেনাল
সাবিনার নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের
সালাহ’র শেষ সময়ের গোলে জয় পেল মিশর
ব্রাজিলিয়ানের জোড়া গোলে ১১ বছর পর সুপারকাপ নাপোলির
ম্যানইউকে হারিয়ে ভিলার টানা সাত জয়, ইতিহাসের ছোঁয়া
‘জার্মান ফুটবলিং পার্সোনালিটি অব দ্য ইয়ার’ হলেন হ্যারি কেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ