শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার

প্রথম পাতা » খেলাধুলা » শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫



শুরুর একাদশে ফিরলেও নিষ্প্রভ মেসি, মায়ামির হার

লস অ্যাঞ্জেলেস থেকে জয় নিয়ে ফিরতে পারলো না ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এলএ এফসির কাছে ১-০ গোলে হেরেছে মেসির মায়ামি।

বিএমও স্টেডিয়ামে দাপট দেখায় স্বাগতিকরাই। বল দখলে পিছিয়ে থাকার পরও প্রতিপক্ষের পোস্টে আক্রমন করে বেশ কয়েকটা। যদিও তার অধিকাংশই পোস্টে রাখতে ব্যর্থ হন ফরোয়ার্ডরা।

গোলশূণ্য প্রথমার্ধ শেষে বিরতির পর চমক দেখায় লস অ্যাঞ্জেলেস। ৫৭ মিনিটে গোল করেন নাথান ওরডাজ। এরপর গোল পরিশোধের চেষ্টা চালিয়েও ব্যার্থ হয় ইন্টার মায়ামি। ম্যাচের শুরু থেকেই খেলেছেন লিওনেল মেসি। তবে দেখাতে পারেনি কোনো জাদু। আগামী ১০ এপ্রিল ফিরতি লেগে ঘরের মাঠে এলএ এফসির মুখোমুখি হবে হাভিয়ের মাশচেরানোর দল।

চোট থেকে ফেরা মেসি এমএলএসে মায়ামির সর্বশেষ ম্যাচে বদলি হয়ে মাঠে নেমে গোল করে জিতিয়েছিলেন। তবে বৃহস্পতিবার (৩ এপ্রিল) একাদশের হয়ে পুরো সময়ই মাঠে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। প্রথমার্ধে দুটি ফ্রি কিক পেয়েছিলেন। একটি মেরেছেন পোস্টের ওপর দিয়ে, আরেকটি রুখে দেন এলএএফসির গোলকিপার উগো লরিস।

এদিন বিএমও স্টেডিয়ামের গ্যালারিতে তারকার হাট বসেছিল। মাঠে উপস্থিত ছিলেন বাস্কেটবল কিংবদন্তি স্টিভেন কারি, জিমি বাটলার, ড্রেমন্ড গ্রিন। এছাড়াও, কিংবদন্তি সংগীতশিল্পী লায়নেল রিচি, অভিনেতা জেইমে কামিল, মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব কেন্ডল জেনার ও আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনিও মাঠে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৬:০৭   ১১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এবার শ্রীলঙ্কা সিরিজ স্থগিত করতে যাচ্ছে ভারত
তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরকে ৮ গোলে হারাল বাংলাদেশ
ডি পল-সুয়ারেজ নৈপুণ্যে নকআউট পর্বে মেসিবিহীন মায়ামি
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এমন নজির এবারই প্রথম
ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
কোপায় কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের নবম শিরোপা জয়, টানা পঞ্চম
শেষ ওভারের রোমাঞ্চে ৬ ম্যাচ পর জয় পেল উইন্ডিজ
মেসির চোটে পড়ার ম্যাচে টাইব্রেকারে জিতল মায়ামি
ফরিদপুরে দর্শক মাতালো এমএ আজিজ গোল্ডকাপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ