
কাশ্মীরের পহেলগামে হামলার জেরে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণের দাবি করেছে পাকিস্তান।
শনিবার (৩ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বরাত দিয়ে সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আবদালি ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত এবং পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম।
প্রতিবেদনে বলা হয়, আবদালি উইপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্রটি ‘ইন্ডাস’ সামরিক মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়
পাকিস্তান সেনাবাহিনী বলছে, ‘এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা, ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম এবং উন্নত ম্যানুভারেবিলিটি বৈশিষ্ট্যসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরামিতি যাচাই করা।’
এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন সময়ে করা হলো যখন জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।
জিও নিউজ বলছে, ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য পাকিস্তনের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পরীক্ষার সঙ্গে জড়িত বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে দেশের কৌশলগত প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করার প্রতি তাদের নিষ্ঠার প্রশংসা করেছেন।
গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার জেরে থেকে প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন।
নয়াদিল্লি এই হামলার জন্য পরোক্ষভাবে ইসলামাবাদকে দায়ী বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু পানিচুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল করা এবং ওয়াঘা-আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করা। পাকিস্তান এই হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এবং ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:০২:০০ ১০ বার পঠিত