আগে জাতীয় নির্বাচনের দাবি ১২ দলীয় জোটের

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগে জাতীয় নির্বাচনের দাবি ১২ দলীয় জোটের
শনিবার, ৩ মে ২০২৫



আগে জাতীয় নির্বাচনের দাবি ১২ দলীয় জোটের

স্থানীয় সরকার নির্বাচন নয়, আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে ১২ দলীয় ঐক্যজোট।

শনিবার (৩ মে) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এই দাবি তোলার কথা জানান ১২ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।

রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোরের বিষয়টি নিয়ে নানা আশঙ্কার কথা জানান তিনি বলেন, ‘অর্নিবাচিত সরকারের পক্ষে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। কোনো আলোচনা ছাড়াই রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর একদিন সামরিক করিডোর বা বাংলাদেশ আরেকটি গাজা হবে না, সেই নিশ্চয়তা নেই।’

ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট ১১২টিতে একমত এবং ২৬টিতে একমত নয় বলেও জানান ফরিদুজ্জামান ফরহাদ।

এদিকে, সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট এজেন্ডা নেই জানিয়ে সংলাপ শুরু আগে ড. আলী রীয়াজ বলেন, ‘ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট ভূমিকা নেই। কমিশন কারও প্রতিপক্ষ নয়। সুনির্দিষ্ট জাতীয় সনদ তৈরি আমাদের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেয়ারও মানসিকতা থাকতে হবে।’

সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।

এর আগে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশ চূড়ান্ত করতে সকালে সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন।

কমিশনের সহসভাপতি আলী রীয়াজের নেতৃত্বে সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান অংশ নেন। আর জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সমমনা জোটের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:৩৪   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ধর্ম মত নির্বিশেষে সবাই আমরা এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা
চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার : শ্রম উপদেষ্টা
প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন
মারা গেছেন চিত্রনায়িকা বনশ্রী
বিএসসি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারে শাস্তির দাবি প্রকৌশল শিক্ষার্থীদের
দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ : ত্রাণ উপদেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশি আটক
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ
জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিলে রাজপথে নামার ঘোষণা রেজাউল করীমের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ