ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক

প্রথম পাতা » খেলাধুলা » ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক

আগামী মাসে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টটির আয়োজক যুক্তরাষ্ট্র।

এরইমাঝে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ১৫ হাজার সহিংস ফুটবল ভক্তের তালিকা দিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ। সোমবার (১২ মে) বুয়েন্স এইরেসে যুক্তরাষ্ট্রের দূতাবাসে এই তালিকা হস্তান্তর করা হয়। আর্জেন্টাইন মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ থাকবেন এসব ফুটবল ভক্ত।

যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। বর্ধিত আকারের ফিফা ক্লাব বিশ্বকাপের এটাই প্রথম আসর। এতে আর্জেন্টিনার দুই বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট অংশ নেবে। যেকোনো পরিস্থিতিতে আর্জেন্টাইন উগ্রবাদী সমর্থকদের সামাল দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাংবাদিকদের প্যাট্রিসিয়া বুলরিচ বলেন, ‘তালিকাটিতে এমন ১৫ হাজারের বেশি ব্যক্তির নাম রয়েছে, যাদের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধে জড়িত কোনো সহিংস ব্যক্তি এই ক্রীড়া ইভেন্টে অংশ নিতে পারবে না।’

এদিকে নিউইয়র্ক টাইমস এবং রয়টার্সের খবরে বলা হয়েছে, এই তালিকাটি তৈরি করা হয়েছে ‘ট্রিবিউনা সেগুরা’ (নিরাপদ গ্যালারি) নামক একটি প্রোগ্রামের মাধ্যমে। এটি আর্জেন্টিনার বিভিন্ন স্টেডিয়ামে নিষিদ্ধ ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করে।

বুলরিচ বলেন, ‘উগ্র সমর্থকদের জন্য ‘ট্রিবিউনা সেগুরা’ এখন পর্যন্ত ১,৩২৮টি ম্যাচে ৪ মিলিয়নেরও বেশি মানুষকে পর্যবেক্ষণ করেছে। আমরা ১ হাজার ১৬৬ জন গ্রেফতারি পরোয়ানা থাকা ব্যক্তিকে শনাক্ত করেছি। এছাড়া, স্টেডিয়ামে প্রবেশ সীমিত করার জন্য ৪০টির বেশি প্রশাসনিক আদেশ জারি করেছি।’

ক্লাব বিশ্বকাপে বোকা জুনিয়র্স গ্রুপ ‘সি’-তে বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি ও বেনফিকার বিপক্ষে খেলবে। আর আরেক আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট খেলবে গ্রুপ ‘ই’-তে। যেখানে তাদের প্রতিপক্ষ উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টেরে ও ইন্টার মিলান।

বাংলাদেশ সময়: ১৩:০৬:২৫   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক
রোমাঞ্চকর এল ক্লাসিকো জিতে শিরোপার দ্বারপ্রান্তে বার্সেলোনা
ভুটানকে হারিয়ে সাফের সেমিতে যুবারা
ভারত-পাকিস্তান সংঘাত: পরিবর্তন হচ্ছে পাঞ্জাব-মুম্বাই ম্যাচের ভেন্যু
রোমাঞ্চে ভরা সেমিফাইনালে শেষ পর্যন্ত বার্সাকে টপকে গেল ইন্টার
নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
পাক-ভারত সংঘাত: অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে
২০ বছর পর লিভারপুল ছাড়ছেন অ্যালেক্সান্ডার–আর্নল্ড, গন্তব্য রিয়াল
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে বড় জয় পেল মায়ামি
উড়ছেন রাফিনিয়া, শিরোপার পথে আরও একধাপ এগিয়ে বার্সা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ