
অবশ্যই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব ছিল একটা সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা তুলে দেওয়া।’
আজ রবিবার রাজধানীতে এক সভায় সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিএনপি সহাবস্থানের রাজনীতি চায় জানিয়ে আমীর খসরু বলেন, ‘আমরা সাংঘর্ষিক রাজনীতি চাই না।
মানুষ সাংঘর্ষিক মব রাজনীতি আর দেখতে চায় না, ভিন্নমত পোষণ করেও ভিন্ন রাজনৈতিক ধারণা চালু করতে চায় বিএনপি।’
তিনি আরো বলেন, ‘কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের সংস্কার দেখতে চাই না, মানুষ মালিকানা ফিরে পেতে চায়, নির্বাচন চায়। আওয়ামী লীগের যারা অতীতে অপকর্মে জড়িত নয় তারা বিএনপিতে আসতে পারে। দল বিষয় নয়, অপকর্ম না করলে তারা বিএনপিতে আসতে পারে।
তিনি বলেন, ‘জাতি একটা শঙ্কার মধ্যে আছে। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নির্বাচন না দিয়ে অন্যদিকে ধাবিত হচ্ছে। করিডর ইস্যু, বিনিয়োগ সম্মেলন হচ্ছে, বন্দর দিয়ে দিচ্ছে তাদের এসব ক্ষমতা কে দিয়েছে?’
বিএনপির এই নেতা বলেন, ‘চট্টগ্রাম বন্দর অনেক বড় সিদ্ধান্ত।
এ সিদ্ধান্ত নিতে জনসমর্থন লাগবে, রাজনৈতিক সরকার একটি প্রক্রিয়ার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিতে পারে। এ সিদ্ধান্ত নিতে রাজনৈতিক সরকার প্রয়োজন।’
বাংলাদেশ সময়: ২৩:৪০:৫৭ ৯ বার পঠিত