গাজায় ‘বৃহত্তর’ স্থল অভিযান শুরু করল ইসরায়েল

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ‘বৃহত্তর’ স্থল অভিযান শুরু করল ইসরায়েল
রবিবার, ১৮ মে ২০২৫



গাজায় ‘বৃহত্তর’ স্থল অভিযান শুরু করল ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ‘বৃহত্তর’ স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল।

রবিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলছে, ‘গতকাল শনিবার থেকে শুরু হওয়া অপারেশন গিডিয়ন চ্যারটের অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমান্ডের স্যান্ডিং এবং রিজার্ভ সেনারা উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় বিস্তৃত স্থল অভিযান শুরু করেছে।’

আইডিএফ আরও জানিয়েছে, তারা বলেছে, হামাসের বিরুদ্ধে বড় হামলার অংশ হিসেবে ও হামাসের পাল্টা হামলা প্রতিহতে স্থল হামলায় সহযোগিতা গত এক সপ্তাহে ইসরায়েলি বিমানবাহিনী হামাসের ৬৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যার মধ্যে ছিল হামাসের বিভিন্ন সেল, টানেল এবং ট্যাংক বিধ্বংসী লঞ্চ সাইট।

গাজায় ‘বৃহত্তর’ স্থল অভিযান শুরু করল ইসরায়েল

স্থল অভিযানের বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘নতুন অভিযানের লক্ষ্য হামাসকে পরাজিত করা এবং ইসরায়েলি বাহিনীর গাজায় স্থায়ী অবস্থান নিশ্চিত করা’। যা অনির্দিষ্টকালের সামরিক দখলদারিত্বের ইঙ্গিত দেয়।

নেতানিয়াহু আরও বলেছেন, ‘অভিযান চলাকালীন গাজার জনগণকে নিজের সুরক্ষার জন্য স্থানান্তরিত হতে হবে‘।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছেন, নতুন এ পরিকল্পনায় গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও হামাসের ওপর বিজয় নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে ইসরায়েলের এআ স্থল অভিযানের ব্যাপক নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি বলেন, ‘এটি অনিবার্যভাবে আরও অসংখ্য বেসামরিক নাগরিককে হত্যা করবে এবং গাজাকে আরও ধ্বংস করবে’।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে উপত্যকা জুড়ে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং উত্তর গাজার সমস্ত সরকারি হাসপাতাল অচল হয়ে পড়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আল জাজিরা

বাংলাদেশ সময়: ২৩:৪২:৪৮   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় ‘বৃহত্তর’ স্থল অভিযান শুরু করল ইসরায়েল
নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজে মেক্সিকান জাহাজের ধাক্কা, নিহত ২
ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নিতে ট্রাম্পের পরিকল্পনার খবর সত্য নয়: মার্কিন দূতাবাস
ট্রাম্প একদিকে শান্তির কথা বলেন অন্যদিকে হুমকি দেন: ইরানের প্রেসিডেন্ট
পর্তুগালে নির্বাচনী প্রচার শেষ, এগিয়ে প্রধানমন্ত্রী মন্টিনিগ্রো
জীবন কেড়ে নিলেও মুসলিমরা মাথা নত করবে না: মাওলানা ফজলুর
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতি হলে তুরস্ক যেতে পারেন ট্রাম্প
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি
৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
মারা গেছেন বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ