
ফিফা ক্লাব বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে রাতে অপ্রতিরোধ্য পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের পর ফিফা ক্লাব বিশ্বকাপেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লক্ষ্য ট্রেবল জয়ীদের। জার্মান ক্লাবটিকে হারিয়ে সেমিইনাল নিশ্চিত করতে চায় পিএসজি। অন্যদিকে, প্যারিসিয়ানদের শক্ত প্রতিপক্ষ মানলেও, নিজেদের সামর্থ্যে আস্থা বায়ার্ন মিউনিখের।
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শনিবার (৫ জুলাই) রাত ১০টায়।
ফিফা ক্লাব বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। রোমাঞ্চ আর উন্মাদনার ছড়াছড়ি পিএসজি ও বায়ার্ন মিউনিখ দ্বৈরথ ঘিরে। তবে, অনুশীলনে ঘুরে ফিরেই এসেছে পর্তুগিজ তারকা দিয়েগো জোটার অকালে চলে যাওয়া। পতুর্গিজ ফরোয়ার্ডের স্মরণে পালন করা হয় এক মিনিট নিরবতা। এরপরেই শীর্ষ চারে ওঠার মিশনে নিজেদের প্রস্তুতিতে নামে বায়ার্ন মিউনিখ ও পিএসজি।
গত ৩১ মে আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলে পিএসজি। মেসি, নেইমার, এমবাপ্পে যা পারেননি, তাই করেছেন ভিতিনিয়া, মার্কুইনহোসরা। এবার তাদের সামনে চ্যালেঞ্জ দলকে ফিফা ক্লাব বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব উপহার দেওয়া। সে লক্ষ্যে ধাপে ধাপে এগুচ্ছে প্যারিসের ক্লাবটি। ইন্টার মায়ামিকে ৪-০ গোলে শীর্ষ ষোলোতে বিধ্বস্ত করার পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছে পিএসজি। দুর্দান্ত ফর্মে আছেন নেভেস, ভিতিনিয়া, ফ্যাবিয়ান রুইজরা।
এবার মেসিদের হারানোর সুখের স্মৃতি বায়ার্ন ম্যাচে ফেরাতে চায় পিএসজি। ম্যাচের আগে সুখবর পেয়েছেন লুই এনরিক। ইনজুরি থেকে ইন্টার মায়ামির বিপক্ষে ফিরেছেন উসমান দেম্বেলে। আক্রমণভাগে দেম্বেলে ফেরায় স্বস্তি এনরিকের মনে। বায়ার্নকে সমীহ করলেও ছাড় না দেওয়ার হঙ্কার দিয়েছেন এনরিক।
তিনি বলেন, ‘প্রতিটি ধাপেই কঠিন পথ পাড়ি দিয়েই আমাদের আসতে হয়েছে। ইন্টার মায়ামির পর বায়ার্ন মিউনিখ। শক্ত প্রতিপক্ষ। তবে, আমরা জানি মাঠে কি করতে হবে। ফুটবলাররা টানা খেলায় কিছুটা ক্লান্ত। তবে, মাঠে সেটার প্রভাব পড়বে না।’
প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ ফিফা ক্লাব বিশ্বকাপের দুই বারের চ্যাম্পিয়ন। কোচ ভিনসেন্ট কোম্পানির ছোঁয়ায় মৌসুমটা ভালোভাবেই পার করছে বাভারিয়ানরা। ক্লাব বিশ্বকাপেও তার ছাপ স্পষ্ট। ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ম্যাচে মাসলে চোট পেয়েছিলেন কিংসলে কোম্যান। তবে, ব্যাথা গুরুতর নয়। তাকে শুরুর একাদশেই রাখবেন কোম্পানি। এছাড়াও কোচের সম্ভাব্য একাদশে থাকা নিশ্চিত জামাল মুসিয়ালা, গ্রোতজেকা, কিমিখদের।
ম্যাচ নিয়ে ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘পিএসজি ভালো দল। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ওরা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে এসেছে। তবে, আমার ছেলেরা সে কথা ভুলে মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আমাদের কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই।’
দু’দলের এখন পর্যন্ত দেখা হয়েছে ১৪ বার।এরেমধ্যে পিএসজি জিতেছে ৬ বার। বায়ার্নের জয় আছে ৮ ম্যাচে।
বাংলাদেশ সময়: ১৬:০৬:০৩ ১১ বার পঠিত