
সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশীপ-২০২৫’এ আগামীকাল প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার বসুন্ধরা কিংস এরেনায় শুক্রবার বিকেল ৩.০০টায় ম্যাচটি শুরু হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ বেসরকারী স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।
বয়সভিত্তিক দক্ষিণ এশিয়ান এই ফুটবল চ্যাম্পিয়নশীপের এটি ষষ্ঠ আসর। ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত আগের আসরে যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ ও ভারত। এবারের আসরে ভারত অংশ নিচ্ছে না। চার জাতির এবারের টুর্নামেন্টে অপর দুই দল নেপাল ও ভূটান।
আগামীকাল একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭.০০টায় নেপালের মুখোমুখি হবে ভূটান।
দক্ষিণ এশিয়ার চার দেশ নেপাল, ভূটান, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ ১১ দিনব্যাপী এই টুর্ণামেন্টে রাউন্ড রবিন লিগে অংশ নিবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জণ করবে।
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব শেষে মিয়ানমার থেকে আত্মবিশ্বাস নিয়েই ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী দল। ঐতিহাসিক সেই সফরের সুখস্মৃতি অধিনায়ক আফঈদা খন্দকারসহ দলের সকলকে দারুন উজ্জীবিত করছে। সাফ সম্পূর্ণ ভিন্ন আবহের একটি টুর্নামেন্ট হলেও মিয়ানমারের জয়ের ধারা ধরে রেখে শিরোপা অক্ষুন্ন রাখতে চায় বাংলাদেশ।
ভারতের নাম প্রত্যাহারে এবারের টুর্নামেন্টে ফর্মেটেও পরিবর্তন এসেছে। একইসাথে বাংলাদেশের শিরোপা ধরে রাখার সুযোগও উজ্জ্বল হয়েছে। এর আগে পাঁচ আসরের মধ্যে চারবারই শিরোপা জয় করেছে লাল সবুজের প্রতিনিধিরা।
গত আসরের তুলনায় এবারের টুর্নামেন্টে দলের সংখ্যা কম হওয়ায় ফর্মেটের কিছুটা পরিবর্তণ এসেছে। প্রতিটি দল একে অপরের সাথে দুটি করে ম্যাচ খেলার পর শীর্ষ পয়েন্টধারী দল শিরোপা জয় করবে।
বাংলাদেশ আগামী ১৩ জুলাই পরবর্তী ম্যাচে নেপালের মোকাবেলা করবে। এরপর ১৫ ও ১৭ জুলাই ভূটান, ১৯ জুলাই শ্রীলংকা ও ২১ জুলাই নেপালের সাথে শেষ ম্যাচ খেলবে।
বাংলাদেশ দল : আফঈদা খন্দকার (অধিনায়ক), স্বর্ণ রানী মন্ডল, নবিরন খাতুন, মোসা: জয়নব বিবি রিতা, মোসা: সুরমা জান্নাত, কানন রানি বাহাদুর, স্বপ্না রানি, মোসা: ঐশি খাতুন, শ্রীমতী তৃষ্ণা রানী, মোসা: সাগরিকা, উমেলা মার্মা, অয়ন্ত বালা মাহাতো, রুপা আখতার, মোসা: বন্যা খাতুন, মোসা: মুনকি আখতার, কানম আক্তার, মোসা: রুমা আক্তার, পুজা দাস, সিনহা জাহান শিখা, শান্তি মারদি, নাদিয়া আক্তার জুথি, মিলি আক্তার, মোসা: ফেরদৌসি আক্তার সোনালী।
বাংলাদেশ সময়: ১৭:১০:৩২ ১১ বার পঠিত